আসসালামু আলাইকুম। দয়া করে দ্রুত দেবেন।
১. আমি যখন জানতে পারি যে, মোবাইলে কীবোর্ডে লিখার মাধ্যমেও মুয়াল্লাক তালাক হয় তখন আমার মনে মধ্যে আসে যে অতীতে তো আমি বিয়ের আগে মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য লিখে ইন্টারনেটে সার্চ করেছিলাম। তখন থেকেই দুশ্চিন্তা শুরু হয় যে, ইন্টারনেটে লিখে সার্চ করায় মুয়াল্লাক হয়ে গেল কি না। এখন মনে হচ্ছে যে, আমি সরাসরি বিয়ের আগে মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য লিখে সার্চ করিনি। অন্যভাবে হয়তো করেছিলাম। তবে আমি নিশ্চিত না। সন্দেহ হচ্ছে যে আমি সরাসরি বিয়ের আগে মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য লিখে সার্চ করেছিলাম কি না? এখন আমি কি করবো?
২. আমি যদি মনে মনে বলি যে, "আমি অতীতে কি মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য সরাসরি লিখে ইন্টারনেটে সার্চ করেছিলাম?" এবং মুখে উচ্চারণ করে বললাম, "হ্যাঁ করেছিলাম"। মুখে "হ্যাঁ করেছিলাম বলার দ্বারা কি মুয়াল্লাক তালাক হবে?
৩. আমি আপনাদের প্রশ্ন বুঝানোর উদ্দেশ্যে মুয়াল্লাক সংক্রান্ত বাক্য লিখেছিলাম। তবে আংশিক লিখেছিলাম। ওয়াল্লাহি পুরোটা লিখিনি। তাও সন্দেহ হচ্ছে যে পুরোটা লিখলাম কি না?এখন আমি কি করবো?
৪. আগে মনে হতো যে আমি ইন্টারনেটে সরাসরি মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য লিখে সার্চ করেছিলাম৷ কিন্তু এখন মনে হচ্ছে আমি সরাসরি মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য লিখে সার্চ করি নাই। এখন আমি কি করবো?
৫. আমি ফেসবুক গ্রুপে মাসআলা জানার জন্য সরাসরি মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য লিখে সার্চ করি। তবে আংশিক লিখেছিলাম পুরোটা লিখিনি। তবুও সন্দেহ হচ্ছে যে পুরোটা লিখে সার্চ করেছিলাম কি না? এরকম সন্দেহ হলে কি করবো?
৬. অতীতের এসকল ঘটনা (১,৩,৪ ও ৫ নং) নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমার শুধু ভয় হচ্ছে যে আমি হয়তো বিবাহ করতে পারবো না৷ এরূপ অবস্থায় কি আমি নিজে নিজে বিবাহ করতে পারবো?