আসসালামু আলাইকুম হুজুর। আমি দুইদিন আগে আপনাকে কল করে ১ নাম্বার প্রশ্নটা করেছিলাম। আপনি বলেছিলেন কোন সমস্যা হবে না। দয়া করে লিখিত জবাব দিবেন তাহলে আমি শান্তি পাব আর যখনই ওয়াসওয়াসা আসবে তখন আপনার উত্তর দেখে নিব। দয়া করে সাহায্য করবেন...আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম।
১। কোন স্বামী তার স্ত্রীকে যদি বলে এই কথা আমার সামনে আরেকবার বললে মনে করবা ওইদিনই সব শে*৷ এইটা বলার পর স্ত্রী ভয় পায় এবং বলে এইসব কথায় তা*** মিন কতলে তাই হয়, স্বামী বলে কই শুনো এইসব?? তারপর স্ত্রী তার স্বামীকে বার বার জিজ্ঞেস করে সে সিরিয়াস কিছু মিন করেছে কিনা৷স্বামী রাগ করে আর বলে " হ্যাঁ করেছি তো কি হয়েছে??।" এতে সিরিয়াসের মিথ্যা স্বীকারোক্তি হবে আপনি বলেছিলেন।
## তারপর স্ত্রী তার স্বামীর হ্যাঁ করেছি কথায় কষ্ট পায় আর অনেক কিছু বলে তাকে বুঝায়। সে হয়তো বলে থাকতে পারে যে, আমিতো তখন প্রশ্ন করার সময় সিরিয়াস কিছু বলতে তা***** কথা বলেছিলাম। তুমি হ্যাঁ করছি বললা?? তারপর অন্য কথা বলে। স্ত্রী বলে যে হ্যাঁ করেছি বললা আর যাই বললা নিয়ত টাই আসল। স্বামী বলে তুমি কিভাবে জানো আমার নিয়ত কি?? তারপর স্ত্রী বলে বললেই তো হত,,এই ধরনের আরও কথা হবার পর, স্বামী পরে বলে যে """আমি একবার বললাম মিন করিনি তাও বার বার জিজ্ঞেস করেছ তাই আবার বলেছিলাম মিন করেছি""" এই কথার কিছুক্ষন আগে যদি স্ত্রী বলে থাকে সে আগেরবার প্রশ্ন করার সময় সিরিয়াস কিছু বলতে তা**** কথা বলেছিল,, তার কিছুক্ষন পর অন্য কথার প্রেক্ষিতে স্বামী এইভাবে উত্তর দিলে কোন সমস্যা হবে??স্বামী এইখানে আগের ঘটনা টাই বর্ণনা করেছে,সে মিথ্যা স্বীকারোক্তি দিতে চায়নি।।
এখন স্বামি আগের কথা বুঝাতে গিয়ে বলেছে তখন সে বিরক্ত হয়ে বলেছিল মিন করেছি। এই কথার জন্য কি মিথ্যা স্বীকারোক্তি হবে??
২। হুজুর কোন স্ত্রী যদি মুখে বলে ফেলে """ তা *** নিজেকে" এইটা বলার মাধ্যমে কি তার উপর পতিত হবে?? সে যদি দিলাম শব্দটি না বলে,,, শুধু তা**** উচ্চারণ করার পর নিজেকে বলে তাহলে হুকুম কি??
৩৷ কেউ যদি আগে কখনো বাস্তবে তা*** মিথ্যা স্বীকারোক্তি না দিয়েও বলে ফেলে যে সে তা**** মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল৷ কিন্তু আসলে সে মিথ্যা স্বীকারোক্তি দেয়নি বাস্তবে। তার এই কথার কারনে কি মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে? সে তো তা*** দিয়েছে বলেনি বলেছে সে তা**** মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে এইটা বলেছে। তাহলে সমস্যা হবে?