আসসালামু 'আলাইকুম
১,সুস্পষ্ট মুরতাদের ও জালিমের প্রশংসা করে দুয়াতে যে ইমাম তার পিছনে সালাত আদায় হবে কি
২,আমি একবার জামাতে সালাতে সিজদায় তাসবীহ এর পরে রব্বির হামহুমা রবাইয়ানি ছগীরা পড়ি আমার মনে হল ছগীরা সঠিক ভাবে উচ্চারিত হয়নাই,ততক্ষনে ইমাম সাহেব সিজদা থেকে উঠে দাড়াচ্ছে,আমিও উঠছি,যেহেতু সঠিক ভাবে পড়িনাই,তাই তখনি সাথে সাথে উঠতে উঠতে ছগীরা শব্দ উচ্চারণ করি এরপর উঠে যাই।এতে কি নামাজ ফাসিদ হয়েছে?
৩,আমি আজ খেয়াল করলাম আমার স্ত্রীর পায়ের আংগুল এর নখ একটু বড়(যদিও তার ধারণা এটা বড় নয়,কারণ চামড়া ছাপিয়ে নখগুলোবাইরে আসেনি,তবে আংগুলের একটা কোনা একটু বাড়তি যেটা আপাত ভাবে বেড়ে চামড়ার উপর সেটে থাকে,যেটাতে টেনে ধরলে ফাকা স্থান স্পষ্ট হয়।)ত সে অযু গোসলে স্বাভাবিক ভাবেই সেখানে পানি দেয়, কিন্তু খেয়াল করলাম চামড়া টেনে ধরলে বা নখ টেনে ধরলে আরো কিছু ফাকা স্থান দেখা যায়।বা নখের কোনা যেটা চামড়ার উপর প্রায় সেটে থাকে,সেটা উপর দিকে টেনে ধরলে ফাকা স্থান স্পষ্ট হয়
এমতাবস্থায় আমি অত্যন্ত চিন্তিত ও শংকিত তার আগের অযু গোসল হয়েছে কিনা আর নামাজ হয়েছে কিনা।আর এখন কি করবে।সে আমলে এ কিছুটা অলসতা করে এখন যদি বলি সে তোমার আগের নামাজ হয়নি সে হতাশ হয়ে পড়বে আগের গুলা পূরণ করতে