জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হালাল পশু-পাখি খাওয়া ‘হালাল’ হবার জন্য প্রধান শর্ত হল, সেটিকে আল্লাহর নামেই জবাই করতে হবে।
আল্লাহ তাআলা বলেনঃ
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ
যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নি, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। (সুরা আনআম-১২১)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
অমুসলিম অধ্যুষিত এলাকার হোটেলে রান্না করা গোস্ত ভক্ষণ করা যাবে না।তবে যদি তারা বলে যে,মুসলমানদের জন্য পৃথকভাবে হালাল জবাই করা গোস্তের ব্যবস্থা তারা রেখেছে,এবং এর গ্রহণযোগ্য কোনো প্রমাণ দেখাতে পারে,তাহলে তখন ভক্ষণ করা যেতে পারে।
গোস্ত ব্যতীত অন্যান্য জিনিষ তাদের হোটেল থেকে খাওয়া যাবে।
হ্যাঁ যদি তাতে হারাম কিছুর মিশ্রণ সম্পর্কে আপনি জানতে পারেন,তাহলে সেগুলোও খাবেননা।
(০২)
হ্যাঁ রাতের বেলা আপনি কাজ করতে পারেন।
কোনো সমস্যা নেই।
ঘুমানোর আগের মাসনুন দোয়া ইশার পর আপনি রাতের যেকোনো অংশে পড়তে পারেন।