আসসালামু আলাইকুম।
১)"হে আল্লাহ, আমাকে একটা চক্ষুশীতলকারি, মুত্তাকি পুত্র সন্তান দান করুন" এবং "রাকিবের মনে আমার জন্য অসীম ভালবাসা, স্নেহ, দয়া, সম্প্রীতি ঢেলে দিন" এই দুইটা লাইনের আরবি কি হবে ?
২) কোন মহিলাকে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য মিথ্যা প্ররোচনা দিলে এই গোনাহ থেকে মাফ পাওয়ার উপায় কি? উক্ত মহিলার করা বদদোয়া যেন না লাগে তার কি কোন উপায় আছে? উল্লেখ্য মহিলার কাছে মাফ চাইলে তিনি মাফ করবেন না।
৩) পালিয়ে বিয়ে করার কারনে বাবা মা ভাই কষ্ট পেয়েছে ও রাগে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাধ্য সন্তান হওয়ার গোনাহ থেকে, তাদের কষ্ট দেওয়ার গোনাহ থেকে কিভাবে মাফ পাওয়া যাবে? তাদের করা বদদুয়া থেকে বাঁচার কি কোন উপায় রয়েছে?