আসসালামু আলাইকুম।
হুজুর,আমি একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম।
আমার জানামতে মহিলারা মাহরাম ব্যতীত সফর দূরত্বে সফর করতে পারবেনা।আমার এক ভাই আমার আম্মু ও ফুপুকে ওমরা করাতে চাচ্ছেন,মূলত ফুপু বয়স্ক,তার সাথে কারো প্রয়োজন তাই আম্মুকেও নিতে চাচ্ছেন।এদিকে তাদের সাথে আর কোন মাহরাম পুরুষ থাকবেনা।ভাইয়া সৌদির এক আলেমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন আব্বু যদি অনুমতি দেন তাহলে আম্মু ফুপুর সাথে মাহরাম ছাড়াই ওমরা করতে যেতে পারবে।কারণ এটা ভালো কাজ।ভালো কাজে যাওয়া যাবে।তবে আমার আম্মুর সামনে ভাই সেভাবে আসতে পারবেনা যেহেতু আম্মু তার মামি হোন,আর ওমরা শেষ হলেই তাদেরকে পাঠিয়ে দিতে হবে।
আমার প্রশ্ন আমার আম্মু ও ফুপু কী তাদের কোন মাহরাম পুরুষ ব্যতীত ওমরা করতে যেতে পারবে?
উত্তরটা পেলে খুবই উপকৃত হবো।