আমি বিবাবিত৷ বাবার বাসায়ই থাকি৷ পরিবারের সবাই কয়দিনের জন্য সেন্টমার্টিন ঘুরতে যাবে৷ এখন এক্ষেত্রে কোনো বিধান আছে? আমার আহাল যাবেনা,যারা যাচ্ছি আমাদের মধ্যে গায়রে মাহরাম নেই৷ (আব্বু, আম্মু,আমি,ভাইয়া,বালেগা ছোট বোন (পর্দা করানো হয় না, আকর্ষণিয় হিজাব পড়ে),)
মেয়েদের তো এমনিতেই ঘরের বাহিরে প্রয়োজন ছাড়া যাওয়া উচিত না,এভাবে ঘুরার কি বিধান? আবার পরিবারের সবার মধ্যে বন্ডিং সেরকম পজিটিভ না হয়তো এভাবে সবাই মিলে ঘুরতে গেলে ভালো বন্ডিংয়ে সাহায্য করবে
ভয়ঃ -ওনারা সেরকম দ্বীন পালন করেননা,মর্ডানাইজ মুসলিম বলতে ১শব্দে যা বুঝি,আম্মু নিজেকে গায়রে মাহরাম থেকে ঢেকে রাখলেও কথা বলার মাঝে কোনো বিধান মানেনা৷ তাদের মাঝে টানা থাকতে গেলে এমন অনেক কথা শুনা লাগতে পারে যেগুলো শুনলে হয়তো আমিও গুনাহের ভাগিদার হতে পারি যেমন গিবতের মজলিশ, গানের শব্দ, ভাইয়া হয়তো শরীয়ত বিরোধী কিছু শেয়ার করছে যেমন ওনার জিএফ, কোনো মুভির কথা,বা অন্য কোনো কিছু যেগুলো শুনা থেকে দূরে থাকি বাসায়
আবার না গেলে, সবার মন খারাপ যেহেতু যাওয়ার কারণ আমাকে ১মাস পর উঠায় নিবে,ভাইয়া আমার আহালের কাছে রিকুয়েষ্ট করেছেন আমাকে রাজি করতে৷ সবার সংগে যেতে চাই কিন্তু গুনাহের জন্য/সহজতা হয়ে যাওয়ার জন্য ভয় পাচ্ছি
২) আমি চেষ্টা করি দ্রুত ঘুমাতে যেনো ফজরে উঠতে কষ্ট না হয়,কিন্তু মাঝে মাঝে দেখা যায় আহাল ১০ টার পর কল দিলো পরে ঘুম আসতেও সময় লাগে/উনি আসলে ১২ টার বেশি অরদিও জাগন থাকা লাগে৷ এতে আমার ফজর মিস /শেষ সময়ে পড়া/তাহাজ্জুদ পড়ার নিয়তে ভিতর রেখে দিলে ভিতর কাযা হয়ে যায়৷ (এলার্ম দিলেও কষ্ট হয়) এক্ষেত্রে সমাধান স্বরূপ আহালকে আগেই যদি বলে রাখি যে এই টাইমে কল না দেয়া বা উনি জাগন থাকলেও আমি বলে ঘুমিয়ে যাওয়া সলাত ঠিক ভাবে পড়ার নিয়তে, তাহলে কি আমার গুনাহ হবে?