আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আমি নতুন বিয়ে করেছি।
আলহামদুলিল্লাহ আমার বউকে সবসময় পর্দায় রাখি।
আমাদের সবাইকে এক আত্বীয় বাড়িতে দাওয়াত করেছে।সেখানে তারা এক বিরাট অনুষ্ঠান করতেছে।
আমি সেখানে আমার বউকে নিয়ে যেতে চায় না।
কিন্তু আমার পিতামাতা আমার বউকে সেখানে নিয়ে যাবে।
আমি নিয়ে যায়তে চাচ্ছিনা এই জন্যে যে যখন আত্বীয় বাড়ির লোকেরা আমাদের খেতে দিবে তখন সবাই আমার বউকে দেখতে পারবে (পুরুষ লোকেরা) বা তাকে খাইতে দেখবে।আর এই কথা আমার পিতামাতাকে বুঝলে তারা বুঝতে চায়না কারণ তারা দ্বিনদার নয়।
এখন প্রশ্ন হলো,আমার সেই আত্বীয় বাড়ির অনুষ্ঠানে কি আমার বউকে নিয়ে যাবো?