স্বামী-স্ত্রী দুজন আলাদা আলাদা ভাবে দুজনার মৃত মা এবং বাবাকে স্বপ্নে কান্নারত অবস্থায় বা খুব মন খারাপ অবস্থায় দেখেছেন,প্রায় একই বা পাশাপাশি তারিখের রাতে।
স্বামী দেখছেন তার মৃত মা এবং তিনি একসাথে একজন আরেকজনকে জড়িতে ধরে কাদছেন,এজন্য যে তার স্ত্রী তার মাকে একটি শাড়ি কিনে দিয়েছিল,সেটির রঙ উঠে গেছে বা ছিড়ে গেছে বা এই জাতীয় কিছু।
স্ত্রী দেখছেন তার মৃত বাবা খুব মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছেন।এই স্বপ্নটি তিনি তাহাজ্জুতের আগ মুহুর্তে ঘুম থেকে ওঠার আগে আগে দেখেছেন।
এই দম্পতির দুজন প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তান আছেন,স্বামীর মা মারা গেছেন প্রায় দু বছর হলো।স্ত্রীর বাবা মারা গেছে প্রায় ১১/১২ বছর হলো।
তারা ভীতসন্ত্রস্ত যে এই স্বপ্ন গুলো কোন খারাপ ইঙ্গিত কি না?