জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
ইসলামে sexual harassment( কোন ছেলে কোন মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় যেমন:পিঠে,বুকে বা লজ্জাস্থানে হাত দেয় বা দেয়ার চেষ্টা করে) এর নির্ধারিত শাস্তি নেই।
এই শাস্তি মুসলিম বিচারক বিজ্ঞ আলেমদের সাথে মশওয়ারা সাপেক্ষে নির্ধারন করবেন।
চাইলে কারাগারে প্রেরন করতে পারেন,চাইলে বেত্রাঘাত করতে পারেন।
চাইলে নির্বাসন দিতে পারেন। ইত্যাদি।
হাদীস শরীফে এসেছেঃ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَسَ رَجُلًا فِي تُهْمَةٍ ثُمَّ خَلَّى سَبِيلَهُ
আলী ইবন সাঈদ ইবন মাসরুক (রহঃ) ... বাহয ইবন হাকীম (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে বন্দী করে পরে তাকে ছেড়ে দেন।
(নাসাঈ ৪৮৭৬.তিরমিযী ১৪৫০, মিশকাত ৩৭৮৫।)