ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোনো অমুসলিমকে সালাম দেয়া যাবে না। হ্যা বাধ্য হলে বা কাফিরের নিকট কোনো হাজত থাকলে ঐ কাফিরকে সালাম দেয়া যাবে।
https://www.ifatwa.info/6520 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আল্লামা হাসক্বফী রাহ বলেনঃ
قال العلامة الحصكفي في الدر المختار -ﻭﻳﺴﻠﻢ) اﻟﻤﺴﻠﻢ (ﻋﻠﻰ ﺃﻫﻞ اﻟﺬﻣﺔ) ﻟﻮ ﻟﻪ ﺣﺎﺟﺔ ﺇﻟﻴﻪ ﻭﺇﻻ ﻛﺮﻩ ﻫﻮ اﻟﺼﺤﻴﺢ ﻛﻤﺎ ﻛﺮﻩ ﻟﻠﻤﺴﻠﻢ ﻣﺼﺎﻓﺤﺔ اﻟﺬﻣﻲ ﻛﺬا ﻓﻲ ﻧﺴﺦ اﻟﺸﺎﺭﺡ ﻭﺃﻛﺜﺮ اﻟﻤﺘﻮﻥ ﺑﻠﻔﻆ ﻭﻳﺴﻠﻢ ﻓﺄﻭﻟﺘﻬﺎ ﻫﻜﺬا ﻭﻟﻜﻦ ﺑﻌﺾ ﻧﺴﺦ اﻟﻤﺘﻦ. ﻭﻻ ﻳﺴﻠﻢ ﻭﻫﻮ اﻷﺣﺴﻦ اﻷﺳﻠﻢ ﻓﺎﻓﻬﻢ
মুসলমানের বিশেষ কোনো প্রয়োজন থাকলে সে অবশ্য কোনো অমুসলিমকে আগ বাড়িয়ে সালাম প্রদাণ করতে পারবে নতুবা মাকরুহ হবে।যেমন একজন মুসলমানের জন্য অমুসলিমের সাথে মুসাফাহা করা মাকরুহ। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/6520
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি বাধ্য হয়ে কোনো কাফিরকে সালাম দেন, তাহলে কোনো সমস্য হবে না। কোনো অমুসলিমকে সালাম না দিলে সে আপনাকে বে-আদাব মনে করবে, এজন্য আপনি তাকে সালাম দিতে পারবেন না। হ্যা আপনি তাকে "আস্সালামু আ'লা মান ইত্তাবা'ল হুদা" বলতে পারবেন।