ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/4666 নং ফাতাওয়ায় বলেছি যে,
হযরত ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত আছে যে,
وروي عن عبد الله بن مسعود: أنه كان يصلي قبل الجمعة أربعا، وبعدها أربعا.(ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 523 )
তিনি জুমুআহ এর পূর্বে ও পরে চার রাকাত নামায পড়তেন।(জামে তিরমিযি-৫২৩নং হাদীসের আলোচনায় বর্ণিত)
প্রকাশ থাকে যে,ইবনে মাসউদ রাযি এর উক্ত আ'মল নবীজী সা এর কাছ থেকে জেনেই করেছেন,কেননা গায়রে মা'ক্বুল(আ'কল গবেষনার উর্ধে কোনো) বিষয়ে কোনো সাহাবীর আ'মল হাদীসের মারফুর হুকমে হয়।তাই বুঝা গেল,হযরত ইবনে মাসউদ রাযি নিশ্চয় রাসূলুল্লাহ সাঃ থেকে এ বিষয়টা জেনেই করেছেন।এটা রাসূলুল্লাহ সাঃ এর আ'মল।ইবনে মাসউদ রাযি এর গবেষণা নয় যাতে ভূল ভ্রান্তির সমূহ সম্ভাবনা থাকতে পারে।
জুম্মাহর নামাযের আগের ও পরের সুন্নত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4666
সুন্নত নামাযকে ঘরে পড়া রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাহ। সুতরাং জুমুআহ এর সুন্নতে কাবালিয়্যাহ বা বা'দিয়্যাহকে ঘরে পড়া যাবে। এবং ঘরে পড়াই উত্তম।
(২) বিতির সালাত তিন রাকাত পড়াই উত্তম।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/859
(৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1524
(৪)
ঈমান ও আ'মলকে হেফাজতে রাখা বিশেষকরে নামাযের গুরত্বকে ভালোভাবে যত্নসহকারে লালন করে থাকলে লডু খেলার অনুমোদন হতে পারে।তবে শর্ত হল, লডুতে কোনো হারাম ছবি থাকতে পারবে না।