আমার খুব কাছের একজন অবিবাহিতা আত্মীয় আছে, বয়স ৩১-৩২ বা ৩৩ হবে। উনার অভিভাবকরা এখনো উনার বিয়ের ব্যাপারে কোনো কথা বলেনা, ছেলেও খোঁজেনা। তো উনি একজন বিবাহিতা পুরুষের সাথে যিনায় লিপ্ত আছে। যেকোনো ভাবে আমি ব্যাপারটা বুঝেছি এবং ১০০℅ সিওর আমি। এই ব্যাপারে আমার কিছু করণীয় আছে? আমার কি উচিত তার অভিভাবকদের সাথে কথা বলা, নাকি তার সাথেই কথা বলা? যদিও এর আগে একবার হালকা ভাবে বলেছিলাম, তখন আমি ৭০℅ সিওর ছিলাম। আর উনি ব্যাপারটা অস্বীকারও করেছিলো। উল্লেখ্য তিনি আমার পরিবারের লোকেরই মত, খুব কাছের। তার এইসব কাহিনী মেনে নেওয়া খুব কষ্টের।