আসসালামুআলাইকুম
হুজুর আমর কিছুদিন আগে বিয়ে হয়,জার সাথে বিয়ে হয় তার সাথে আমার ১ বছর ধরে রিলেশন ছিল ওর পরিবার ও সেটা জানতো ত আমার পরিবার ও জানতো ত দু পরিবার এই বিয়ে দেওয়ার জন্য রাজি হয় ত আমরা ছেলে পক্ষ ওদের বাসায় যাই যে বিয়ের সুধু রেজেস্টি পড়ানোর জন্য, বিয়ে পরে পড়ানো হবে কিন্তু কাজি আমাদের বিয়ে পরিয়েদিয়েছেন, তা বিয়ে পরার পর বুজতে পারছি পথম এ বুজি নাই যে আমেদের বিয়ে হচ্ছে পরে পরিবার এর সবাই বুজতে পারছে যে কাজি বিয়ে পরিয়েছেন।বিয়ে পড়ানোর সময় কাজি দুজন কেই বলেছেন বিয়েতে রাজি কি না দুজন এই বলছি রাজি আছি,এই বলে রেজেস্টি খাতায় দুজন সাক্ষী রেখে দেনমহর থিক করে, দুজন এই সাইন করি,পরে কাজি বিয়ে পরায় কিন্তু আমরা মনে করসি যে কাজি শুধু রেজেস্টি পরিয়েসছেন, কিন্তু পরে বুজতে পারি কাজি বিয়ে পরিয়েসছেন, কাজি যে ছিল সে মেয়ের আত্তীয়, ত পরে সবাই বুজতে পেরে তা মেনে নিয়েছেন এখন আমার প্রস্ন হছে এ বিয়ে কি সহহি হবে???