ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বাংলাদেশ দারুল ইসলাম নয়, তার কারণ এখানে শরয়ী বিধি-বিধান বাস্তবায়িত হয় না। দারুল কুফর বা হারব নয়,তার কারণ এখানে আযান,নামায,সহ ইবাদত পালনকে অস্বীকার করা, মুসলমানদের ইবাদত পালনে কোনো প্রকার বাধা প্রদাণ করা হয় না।এজন্য বাংলাদেশকে দারুল হারব বা দারুল কুফর বলা যাবে না।
বরং যেহেতু এখানে মুসলমানরা স্বাধীন,তাদের ধর্ম পালকে কোনো প্রকার বাধা দেওয়া হচ্ছে না, যেভাবে আবিসিনিয়ায়, মুসলমানদের ধর্ম পালনে কোনো প্রকার বাধা দেয়া হয়নি, এখানে তেমন কোনো বাধা দেওয়া হচ্ছে না, তাই বাংলাদেশকে দারুল আমান বলা যাবে।
'দারুল আমান' দারুল কুফরেরই একটি শাখা বা প্রকার। যেখানে মুসলমানরা নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে।তবে দারুল কুফরে মুসলমানরা প্রকাশ্যে তাদের দ্বীন প্রচার করতে পারেনা,তাদের দ্বীনকে পালন করতে পারে না।