আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
হুজুর আমার আর আমার স্বামীর বিয়ে হয়েছে এক বছর আগে।আমার মা নিতে চাই নি।তখন স্বামী বলেছিল।হয় তুমার পরিবারের ছাড়তে হবে নয়ত আমাকে।যদি পরিবার চাও তাহলে আমি এমনভাবে সরে যাব তুমার জীবন থেকে আর আসব না কোনদিন।এ কথা,দ্বারা কি তালাক হবে?আমার খুব ভয় হচ্ছে।হুজুর আরেকটা প্রশ্ন আগের কথা স্বামী বলত এরকম করে সাজবা,এমন করবা ওমন করবা।আমি বলেছি আগে থেকে তহ জান আমি কি রকম ভাল না লাগলে আরেকটা কর বিয়ে আমাকে ছেড়ে দিয়ে/ দাও।তহ স্বামীও বলত আমি তুমার কাছ থেকে আশা করি অন্য কারো কাছে না।আর তুমার যদি ভাল না লাগে তাহলে আর বলব না সেই ব্যপারে আমি কোন কথা।কিন্তুু ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে না।অনেকবার হয়েছে এরকম কথা।আমার হুজুর এক্টু একটু মনে আছে।এসএমএসে হত তহ কথা।এরকম কিছু বলত।সিওর যে এটা ওইরকম ও না।হুজুর এর দ্বারাও কি তালাক হবে? খুব চিন্তায় থাকি আগের কথা নিয়ে।আগে এত কিছু জানতাম না।কি বলেছি স্বামীও কি বলত ১০০% মনে করতে পারি না।কিছু মনে করতে পারি আর কিছু পারি না।