আসসালমুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি বাবার রোজগারের উপর নির্ভরশীল কিশোরী। বা
বার রোজগারের উৎস আমাদের বিল্ডিং ,যেটি ব্যাংক থেকে লোন (সুদ) নির্মাণ করা হয়েছে। আমার প্রশ্ন 2 টি-
1. এমতাবস্থায় হারাম উপার্জন থেকে বাঁচতে আমার করণীয় কি? 2. এই বিল্ডিং এই আমার ভাইয়ের একটি ব্যাবসার দোকান আছে , যার স্টার্টিং এর সব খরচ বিল্ডিং এর ভাড়া উঠানো টাকা থেকে করা হয়েছে। ভাই তার নতুন এই ব্যাবসার টাকা দিয়ে আমাকে একটি আংটি উপহার দিয়েছেন ।উপহারটি ব্যাবহার করা কি আমার জন্য উচিত হবে।
উল্লেক্ষ্য আমি যেকোনো হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে চাই, অথচ আমার কোনো উপার্জন নেই ,আমি বিবাহতও নই।
দুয়ার দরখাস্ত রইল।