আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
2,844 views
in সালাত(Prayer) by
আয়ানার সামনে অথবা নিজের প্রতিবিম্বকে সামনে রেখে সালাত আদায় করা কি জায়েয?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

বর্তমানে প্রায় মসজিদ সমূহে দু'টি ঘর থাকে,একটি মেইন ঘর ও দ্বিতীয়টি বাড়িন্দা।মেইন ঘর ও বাড়িন্দার মধ্যখানে প্রায় সময় গ্লাস লাগানো থাকে।

বাড়িন্দায় নামাজ আদায় করলে নিজ প্রতিবিম্বকে দেখা যায়।অথবা কোনো আয়নার সামনে নামায আদায় করলে নিজ নিজ ফটোকে দেখা যায়।

এখন প্রশ্ন হলো,আয়নার সামনে দাড়িয়ে নামায আদায় করলে কি নামায হবে?

উত্তরে বলা যায়,

নামাযে থাকাকালীন সময়ে যদি আয়নার দিকে চোখ একদম না ফিরানো হয়,বরং নিচের দিকে থাকিয়ে নামায আদায় করা হয়,অথবা হঠাৎ চোখ পড়লে সাথে সাথেই ফিরিয়ে নেয়া হয়, তাহলে নামাযে কোন সমস্যা হবে না।

কিন্তু যদি আয়নার দিকে বারংবার তাকানো হয়,কিংবা যদি এর দ্বারা কোনোভাবে নামাযের খুশুখুশু নষ্ট হয়ে যায়, তাহলে নামায মাকরূহে তানযিহি হবে।তথা শরয়ী অপছন্দনীয়তার সাথে নামায আদায় হবে,তবে ফাসিদ হবে না।

রদ্দুল মুহতার-১/৬৫৪-৬৫৮

ﺑَﻘِﻲَ ﻓِﻲ ﺍﻟْﻤَﻜْﺮُﻭﻫَﺎﺕِ ﺃَﺷْﻴَﺎﺀُ ﺃُﺧَﺮُ ﺫَﻛَﺮَﻫَﺎ ﻓِﻲ ﺍﻟْﻤُﻨْﻴَﺔِ ﻭَﻧُﻮﺭِ ﺍﻟْﺈِﻳﻀَﺎﺡِ ﻭَﻏَﻴْﺮِﻫِﻤَﺎ : ﻣِﻨْﻬَﺎ ﺍﻟﺼَّﻠَﺎﺓُ ﺑِﺤَﻀْﺮَﺓِ ﻣَﺎ ﻳَﺸْﻐَﻞُ ﺍﻟْﺒَﺎﻝَ ﻭَﻳُﺨِﻞُّ ﺑِﺎﻟْﺨُﺸُﻮﻉِ ﻛَﺰِﻳﻨَﺔٍ ﻭَﻟَﻬْﻮٍ ﻭَﻟَﻌِﺐٍ، ﻭَﻟِﺬَﻟِﻚَ ﻛُﺮِﻫَﺖْ ﺑِﺤَﻀْﺮَﺓِ ﻃَﻌَﺎﻡٍ ﺗَﻤِﻴﻞُ ﺇﻟَﻴْﻪِ ﻧَﻔْﺴُﻪُ ﺍﻟﺦ ( ﻗَﻮْﻟُﻪُ ﻟِﺄَﻧَّﻪُ ﻳُﻠْﻬِﻲ ﺍﻟْﻤُﺼَﻠِّﻲ ) ﺃَﻱْ ﻓَﻴُﺨِﻞُّ ﺑِﺨُﺸُﻮﻋِﻪِ ﻣِﻦْ ﺍﻟﻨَّﻈَﺮِ ﺇﻟَﻰ ﻣَﻮْﺿِﻊِ ﺳُﺠُﻮﺩِﻩِ ﻭَﻧَﺤْﻮِﻩِ، ﻭَﻗَﺪْ ﺻَﺮَّﺡَ ﻓِﻲ ﺍﻟْﺒَﺪَﺍﺋِﻊِ ﻓِﻲ ﻣُﺴْﺘَﺤَﺒَّﺎﺕِ ﺍﻟﺼَّﻠَﺎﺓِ ﺃَﻧَّﻪُ ﻳَﻨْﺒَﻐِﻲ ﺍﻟْﺨُﺸُﻮﻉُ ﻓِﻴﻬَﺎ، ﻭَﻳَﻜُﻮﻥُ ﻣُﻨْﺘَﻬَﻰ ﺑَﺼَﺮِﻩِ ﺇﻟَﻰ ﻣَﻮْﺿِﻊِ ﺳُﺠُﻮﺩِﻩِ ﺇﻟَﺦْ ﻭَﻛَﺬَﺍ ﺻَﺮَّﺡَ ﻓِﻲ ﺍﻟْﺄَﺷْﺒَﺎﻩِ ﺃَﻥَّ ﺍﻟْﺨُﺸُﻮﻉَ ﻓِﻲ ﺍﻟﺼَّﻠَﺎﺓِ ﻣُﺴْﺘَﺤَﺐٌّ . ﻭَﺍﻟﻈَّﺎﻫِﺮُ ﻣِﻦْ ﻫَﺬَﺍ ﺃَﻥَّ ﺍﻟْﻜَﺮَﺍﻫَﺔَ ﻫُﻨَﺎ ﺗَﻨْﺰِﻳﻬِﻴَّﺔٌ ﻓَﺎﻓْﻬَﻢْ ( ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺼﻼﺓ، ﺑﺎﺏ ﻣﺎ ﻳﻔﺴﺪ ﺍﻟﺼﻼﺓ ﻭﻣﺎ ﻳﻜﺮﻩ ﻓﻴﻬﺎ - 1/654 ، 658 ،
ﻭﻛﺬﺍ ﻓﻰ ﺍﻟﺒﺤﺮ ﺍﻟﺮﺍﺋﻖ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺼﻼﺓ، ﺑﺎﺏ ﻣﺎ ﻳﻔﺴﺪ ﺍﻟﺼﻼﺓ ﻭﻣﺎ ﻳﻜﺮﻩ ﻓﻴﻬﺎ - 2/65 ،
ﻭﻛﺬﺍ ﻓﻰ ﺗﺒﻴﻴﻦ ﺍﻟﺤﻘﺎﺋﻖ، ﻓﺼﻞ ﻛﺮﻩ ﺍﺳﺘﻘﺒﺎﻝ ﺍﻟﻘﺒﻠﺔ ﺑﺎﻟﻔﺮﺝ - 1/420

ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.

পরিচালক

ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...