আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
১।হুজর কোন স্ত্রী যদি অভিমান করে স্বামীকে বলে আমাকে ভাল না লাগলে আমাকে ছেড়ে দিয়ে আরেকটা, কর গা বিয়ে/ করিও বিয়ে।আর স্বামী যদি বলে করব বা করতে হলে করব বা করব বিয়ে তালাক খুজে যে এমন বউ দরকার নাই।আসলে স্পষ্ট মনে নেই কি বলেছে।মনে সবসময় সন্দেহ হয় এরকম বলেছে কিনা।সবসময় ভাবতে থাকি কি বলেছে।কিন্তু কোনদিন সরাসরি তালাক দিছি বা ছেড়ে দিছি বা চলে যাও এরকম বলে নি।এখানে কি তালাক হবে?
দয়া,করে উত্তর দিয়েন।হুজুর আমি সন্দেহের মধ্যে আছি বেশি।কিছু কিছু কথা বলেছে বলে মনে পড়ে কিন্তু ঠিক কি বলেছে,কিভাবে বলেছে পুরাপুরি মনে করতে পারি না।এভাবে পুরাপুরি মনে করতে না পারলে কি তালাক হবে? ভাবি কোন গুণাহ হবে কিনা,যিনা হচ্ছে কিনা।কারণ আগে তালাকের ব্যপারে এত কিছু জানতাম না।আর মেসেজে কথা হত তহ মনে পড়ে না।শুধু এটা মনে আছে যে সরাসরি কোনদিন তালাক দেয় নি স্বামী।কি করব বুঝতেছি না।আশেপাশে কোন মুফতির ও সুযোগ নেই।