১.সেদিন দেখলাম,ক্র‍্যাক সফটওয়ার ব্যাবহার করে ইনকাম হালাল হবেনা।তাহলে অনেক মাদ্রাসায়,এমনকি হয়ত আপনাদের সাইটেও উইন্ডোজ কেনা না হয়তো,একটা উইন্ডোজ লিগ্যালি কিনতে ৪০_৫০ হাজার টাকা লাগে,সবাই ৩০ টাকার ডিস্ক দিয়ে উইন্ডোজ ইউজ করে,এটা ব্যাবহার করে অনেকেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করে,সেভাবে ফটোশপ কেনার ও যোগ্যতা অনেকেই রাখেনা,তবে ক্র‍্যাক/দেশীয় কোথাও থেকে কিনে ফ্রিল্যান্সিং এর কাজে ব্যাবহার করে,এমন অনেক সফটওয়্যার ই আছে।এগুলো কেনার সামর্থ্য নেই,ক্র‍্যাক/দেশীয় কারো কাছ থেকে ব্যবহার করে ইনকাম করা কি হালাল হবে?
২.দেশীয় অনেকেই উইন্ডোজ/পেইড সফটওয়্যার বিক্রি করে অনেক কমেই,তারা কিভাবে দেয়,তারাই জানে।সেগুলো কিনে ব্যাবহার করে তার দ্বারা ইনকাম করলে তা কি হালাল হবে?
৩.অনেক পেইড কোরস অনেকে গ্রুপে আপলোড দেয়,এখানে ওই কোরসগুলো আপলোড শিক্ষক দ্বারা অনুমোদিত হতেও পারে,নাও হতে পারে,কেনার সামর্থ নেই,আমি ফ্রিতে পেলাম,এখন সেটা থেকে শিখে তার দ্বারা ইনকাম করলে কি তা হালাল হবে?দয়া করে জানাবেন।
জাযাকাল্লাহ