আসসালামু আলাইকুম হুজুর।দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন হুজুর।
১।কোন মহিলা যদি মুখে শুধু এইটুকু বলে ফেলে, "নিয়েছিলাম যে এইটা তো বলিনি" আর মনে মনে তালাকের কথা ভাবে, মানে ***** শব্দটা উচ্চারণ না করে শুধু এইটুকু বলে। তাহলে এইটুকু কথার মাধ্যমেও কি মিথ্যা স্বীকারোক্তি হবে???সে কখনো ****** নেয়নি তাও মনে মনে কথা বলতে গিয়ে যদি এইটুকু কথা মুখে চলে আসে তাহলে কি মিথ্যা স্বীকারোক্তি হবে???এই কথার মাধ্যমে কি তার ***** নেওয়া হয়ে যাবে?? ওয়াসওয়াসার কারণে এইসব কথা মনে আসতে থাকে আর মাঝে মধ্যে মুখেও কিছু কথা চলে আসে তাহলে হুকুম কি??
২।কেউ যদি ওয়াসওয়াসার কারণে , যখন তার নাক বন্ধ তখন মুখ দিয়ে শ্বাস ফেলার সময় যদি তালাকের মতো সুর চলে আসে বা মনে মনের কথা গুলোই তার শব্দের মধ্যে ভেবে ফেলে তাহলে কি পতিত হবে? সে মুখে স্পষ্ট করে কিছুই উচ্চারণ করেনি জিহবা নাড়ায়নি৷ সে মুখ দিয়ে শ্বাস ফেলার সময় ওয়াসওয়াসা আসে এবং নাক মুখ মুছার সময় মনে হয় যদি সে এরকম কিছু বলে ফেলেছে কিনা৷ তাহলে হুকুম কি??
৩। কোন মহিলা যদি এইভাবে ওয়াসওয়াসার কারনে তালাকের সুস্পষ্ট শব্দ উচ্চারণ করে, তারপর যদি ভয় পায় সে যাতে নিজের কথা না বলে ফেলে ভা না ভেবে ফেলে, সেজন্য এই কথা ঘুরানোর জন্য সে যদি বলে "আমার নাম অমুক"। তাহলেও কি পতিত হবে?? সে নাম বলে চেয়েছিল আগের কথাটা ঘুরিয়ে ফেলতে।