আসসালামু আলাইকুম
বাড়ি করার সময় ব্যাংক থেকে লোন নিয়ে এবং পৈত্রিক ব্যবসার টাকা দুটি মিলিয়ে বাড়ি করলে সেই বাড়ির ভাড়া কি হারাম হবে? পৈত্রিক ব্যবসা বড় ভাই দেখাশুনা করত বিধায় তিনি সেই ব্যবসার টাকা কি সম্পূর্ন হালাল টাই দিয়েছে কিনা জানা নেই। ব্যবসা ছিল জাহাজের; কিন্তু যেহেতু সম্পূর্ন দায়িত্ব, দেখাশুনা তিনিই করতেন তিনি আসলে ব্যবসার লাভ-লসের হিসাব কখনো দেখাননি। শুধু বাড়ি করার সময় টাকা দিয়েছে। তিনি সুদের সাথেও জড়িত যতটুক জেনেছি। অর্থাৎ, তিনি কতটুক হালাল টাকা বাড়ি করার সময় দিয়েছে জানা নেই। এখন এই বাড়ির ভাড়া কি হারাম হবে?