১. কোনো ব্যক্তি যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকে এবং সে জানে যে, সে যা করছে তা খুবই গর্হিত একটি কাজ এবং হারাম, তখন কি তার কোনো ইবাদত যেমন নামাজ, রোজা, পর্দা করা, নেক আমল, দুয়া, ইত্যাদি এসব কি কবুল হয় না?
২. মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত থাকে তখন তার ঈমান থাকে না, তার ইবাদত কবুল হয় না, কথাটা কি সত্য?
৩ . নেক আমল এবং দুয়া কবুলের শর্ত কি কি?