১. কেও যদি তার স্ত্রীকে বলে যে আমাকে পছন্দ না হলে আমাকে ছেড়ে চলে যেয়ো,এর দ্বারা কি স্ত্রী এক তালাকের মালিক হয়?(এই কথা পুরোপুরি তালাক দিয়ে চলে যেয়ো এই উদ্দেশ্যে বলা হয় নি,কথার পিঠে কথা বলা হয়েছিলো,উদ্দেশ্যে পরিষ্কার না, তবে তালাকের উদ্দেশ্যে ছিল এটা নিশ্চিত নয়)
২.ঝগড়ার সময় স্ত্রী তার স্বামীকে বললো " তুমি আরো কেও খুজো/সুখ সন্ধান করো/ ছাইড়া দেও না কেরে" (এই নিয়তে বললো যে তাকে ছেড়ে অন্য মেয়ে বিয়ে করবো।) স্ত্রী কতৃক স্বামীকে এসব কথা বললে কি কেনায়া তালাক হয়?(যদি এক তালাকের মালিক হয়)
৩. যদি এরকম দম্পতির সহবাস এখনো হয় নি, তবে কি করনীয়।