আসসালামু আলাইকুম হুজুর।
১।কেউ যদি "আমার স্কলারশিপ শেষ হয়ে যাবে কয়েকদিন পরেই" এইটা লিখতে গিয়ে, শেষ হয়ে যাবে কয়েকদিন পরেই এই কথাটা লিখার সময় মনে মনে তালাকের কথা চলে আসে। কারন বাক্য টা কেনায়া বাক্যের মতো। তাহলে কি তা পতিত হয়ে যাবে কয়েকদিন পরেই?? সে কোন শর্ত দেওয়ার জন্য লিখেনি, তাও ভাবছে মনে মনে তালাকের চিন্তা চলে আসায় তার কথাটা মিথ্যাস্বীকারোক্তি হয়ে যাবে কিনা??সে ভয়ে ভয়েই লিখেছিল লিখাটা যাতে তালাকের মতো চিন্তা না আসে বা এমন কিছু না হয়ে যায়। এইসব চিন্তা করতে করতেই লিখেছিল।
২। কেউ যদি বলে কয়েকদিন পরেই ***** হয়ে যাবে, তাহলে কি না দিলেও পতিত হয়ে যাবে কয়েকদিন পরেই?? সে বুঝিয়েছে কয়েকদিনের মধ্যে হবে। তা পতিত হয়ে যাবে কয়েকদিন পর না দিলেও???