ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
আর উপাসনা কর আল্লাহর, শরীক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয়, এতীম-মিসকীন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক-গর্বিতজনকে।
(সূরা নিসা-৩৬)
প্রতিবেশীর অনেক হক রয়েছে, কোনো প্রতিবেশী ক্ষুদার্ত থাকলে সামর্থবান প্রতিবেশী কে এর জবাবদিহি কিয়ামতের দিন করতে হবে। প্রতিবেশী বলতে তারাই যারা পরিচিত থাকবে এবং যাদের সম্পর্কে জানাশোনা থাকবে।
সুতরাং পাশের ফ্লাটের প্রতিবেশী যদি এমন হয়, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়না বা যাদের সম্পর্কে জানাশোনা তেমন নেই, এমন প্রতিবেশীর সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে না। কাফির হওয়ার বর্ণনা আমরা সঠিক জানিনা।তবে প্রতিবেশীর হক রয়েছে, সেটা সুনিশ্চিত ও সুনির্ধারিত।