বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
বোমা মেরে নিরাপরাধ মানুষকে হত্যা করা, সন্ত্রাসী ও জঙ্গিবাদের শামিল।বাসস্টেশন রেলস্টেশন ইত্যাদি পাবলিক প্লেসে বোমা ফাটানো বা আত্মঘাতি হামলা করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
যদি কখনো মুসলমান এবং অমুসলমান দেশের মধ্যে যুদ্ধ বেধে যায়, তাখন কি অমুসলিম বা কাফিরদের সামরিক বাহিনিতে আত্মঘাতি হামলা জায়েয হবে?
জবাবে বলা যাবে,
আত্মঘাতি দুই প্রকার যথা
(১)
কাফিরদের মধ্যে ঢুকে তাদের উপর বোমা নিক্ষেপ করা,ফলাফল বোমায় নিক্ষেপকারীও মারা যাওয়া।এটা জায়েয।উহুদের যুদ্ধে রাসূল সাঃ এর শাহাদতের মিথ্যা সংবাদ শুনে আলী রাযি কাফিরদের মধ্যে একাই গিয়ে প্রবেশ করেছিলেন।
(২)
নিজের শরীরে বোমা রেখে কাফিরদের মধ্যে ঢুকে বোমা ফোটানো।এটা নাজায়েয ও হারাম।