বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সমস্ত কুরআনই মানব জাতীর জন্য শিফা স্বরূপ ,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ الظَّالِمِينَ إَلاَّ خَسَارًا
আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গোনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়।) ( সূরা বনি ইসরাঈল-৮২)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জীবিত ও মৃত সুস্থ ও অসুস্থ দুনিয়া ও অাখেরাত সবকিছু শে'ফা ও নাজাতের উসিলা স্বরূপ কুরআনকে অবতরণ করা হয়েছে। সুতরাং মনের মধ্যে যে কোনো প্রকার আশা আখাংকা রেখে কেউ কুরআন তিলাওয়াত করলে আল্লাহ তা কবুল করতে পারেন।কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে যে আ'মলের কথা উল্লেখ করেছেন, সেগুলো কুরআন হাদীসের কোথাও আসেনি। তাই সুন্নত দ্বারা প্রমাণিত মনে করা বিদ'আত।