আসসালামু আলাইকুম হুজুর। দয়া করে প্রশ্নের উত্তর গুলো দিয়ে সাহায্য করবেন৷
১। প্রশ্ন করতে গিয়ে "তালাকের অধিকার পেয়েছে,,,,, এই কথা লিখার সময় "তালাকের" এই শব্দটা লিখতে গিয়ে যদি মনে মনে নিজেকে ভেবে ফেলে কিন্তু কোন ইচ্ছাই ছিল না, মনে মনে ওয়াসওয়াসা এসেছিল শুধু যে এইটা নিজেকে বলেছে কিনা। ওয়াসওয়াসার জন্য যদি নিজের উপর নেওয়ার কথা ভেবে ফেলে মনে মনে কিন্তু মুখে কিছু বলেনি।
২। যদি সত্যি নিজেকে ভেবেও ফেলে তাহলে কি শুধু "তালাকের " লিখার মাধ্যমে ওই মহিলার উপর কোন পতিত হবে?? যদিও নিজের জন্য লিখছিল না প্রশ্ন করার জন্য লিখছিল।
৩। কেউ যদি মনে মনে কোন প্রশ্ন করে বা কোন কিছু ভাবে তালাকের বিষয়ে, এবং উত্তর দিয়ে দেয় মুখে। তাহলে কি তা পতিত হয়ে যাবে?? এক্ষেত্রে মনে মনে ভাবলো বা সে নিজেকে প্রশ্ন করে সে **** দিয়েছে কিনা, মুখে যদি "হ্যাঁ" বলে ফেলে তাহলে কি পতিত হয়ে যাবে?? অর্থাত সে মুখে তালাকের প্রশ্ন উচ্চারণ না করে মনে মনে বললো এবং মুখে উত্তর দিয়ে দিলো হ্যাঁ/ok এইসব বলার মাধ্যমে। তাহলে কি মনের কথার উত্তর হয়ে যাবে আর তা পতিত হয়ে যাবে?? মুখে শুধু হ্যাঁ বলার মাধ্যমে কি কোন সমস্যা হবে??
৪।কেউ যদি তার স্বামীকে কোন একটা কথা যেমনঃ " তুমিতো এই কাজটা করোনি, সেটা বলেছি।" এইখানে সেটা বলেছি লিখতে গিয়ে মনে মনে ভয় পায় যে সেটা বলেছি বলে সে তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দিলো কিনা।
পরে যদি আবার মনে মনে ভেবে ফেলে এই "সেটা বলেছি " কথার মাধ্যমে সে তালাকের কথা বলেছে বুঝিয়েছে, তাহলে কি তা পতিত হয়ে যাবে? বা মিথ্যা স্বীকারোক্তি হবে?? সে মনে মনেই ভেবেছে। লিখার সময় মূলত অন্য কথার প্রেক্ষিতেই বলছিলো। সেটা বলেছি কি কেনায়া বাক্য হতে পারে? মনে আসা ওয়াসওয়াসার কারনে কি এই বাক্য দিয়ে মিথ্যা স্বীকারোক্তি হতে পারে??৷
৫। কেউ যদি অন্য কারনে "হ্যাঁ" লিখতে গিয়ে মনে মনে ভেবে ফেলে "হ্যাঁ" বলে তালাকের প্রশ্নের উত্তর দিয়েছে, অর্থাত সে তালাক দিয়েছে কিনা?? এই প্রশ্নের উত্তর ভেবে ফেলে মনে মনে হ্যাঁ লিখাটাকে৷ কিন্তু অন্য কারনেই হ্যাঁ লিখছিল।হ্যাঁ লিখার আগে মনে প্রশ্ন আসেনি বা ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ লিখছিল না। এখন মনে করতে পারছে না হ্যাঁ লিখার পরে মনে প্রশ্ন এসেছিল নাকি হ্যাঁ লিখার সময়। সে যদি মনে মনে ভেবে ফেলে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ লিখেছিল তাহলে কি পতিত হবে??সে ইচ্ছা করে ভাবতে চায়নি, হ্যাঁ লিখাটা মনে মনে ভাবার সময়ই প্রশ্নটা মনে চলে আসছিল।