ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু লুঙ্গিতে মযি লাগেনি, শুধুমাত্র উত্তজনার সন্দেহের বিত্তিতে লুঙ্গি ধৌত করতে হবে না।
(২)
দাতের মাড়ি থেকে যদি রক্ত পড়ে, এবং থুথু দ্বারা যদি মুখের ভিতর পরিস্কার হয়ে যায়, মুখের ভিতর আর কোনো রক্ত না থাকে, তাহলে মুখ পবিত্র হয়ে যাবে। যদি থুথু নিক্ষেপ দ্বারা মুখ পরিস্কার না হয়, তাহলে কুলি করে মুখ পরিস্কার করতে হবে।
(৩)
যদি পেষ্টে রক্ত থাকে, তাহলে এই পেষ্ট শরীরে যে অংশে লাগবে,সেই অংশ নাপাক হবে। শরীরের উক্ত অংশকে ধৌত করতে হবে।
(৪)
বিষ্টা সম্ভলিত নাপাক পানি খোসা ছাড়িয়ে ডিমের ভিতর প্রবেশ করা যেহেতু নিশ্চিত নয়, তাই ডিমের ভিতর নাপাক হবে না।উক্ত ডিমকে খাওয়া নাজায়েয হবে না।
(৫)
ঐ টিস্যু ফেলে দিয়ে অন্য শুকনো টিস্যু দিয়ে মুছলেই হবে।হ্যা পানি দ্বারা ধৌত করা অবশ্যই উত্তম বলে বিবেচিত হবে। এজন্য মাঠির ঢেলা ব্যবহার করাই উত্তম। কেননা এতেকরে লজ্জাস্থান ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা মাঠি পানিকে শুষে নেয়।
(৬)
আপনার জানাটা সঠিক। তবে সময় সুযোগ থাকলে ধৌত করে নিতে হবে।ঐ জায়গায় পানি লাগলে সেই পানি নাপাক হিসেবে বিবেচিত হবে।
(৭)
সালাতুল হাজত পড়বেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1453