আসসালামু আলাইকুম হজরত
কিছুটা বিস্তারিত সহ বলছি,,
আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করতাম প্রতিষ্ঠানটি ছিল আবাসিক,,আরবি & জেনারেল প্রতিষ্ঠানটি সর্ব সময় তালা বন্ধ করে রাখত ভিতরে আটকিয়ে থাকতে থাকতে আমার বিরক্তি হয়ে গেছিল,, আমি সেখান থেকে আসতে চাইছিলাম কিন্তু মা বাবা নিষেধ কিরার কারণে কষ্ট করে থাকতে লাগি,,, আর ঘুমের সময় খাবার সময় গুলোতে গেম খেলতাম,, তো একদিন এক মুফতি সাহেব কে জিজ্ঞেস করি যে গেম খেলা সম্পর্কে,, তিনি বলেন
বাজনা না ব্যবহার করে
নামাজ আদায়ে সমস্যা না হলে
অশ্লীল ছবি না থাকলে
গেম খেলা জায়েয৷ আমি এই কথা জানার পরে একদিন খেলতে গিয়ে হটাৎ মনে হয় সত্বি কি গেম খেলা জায়েয..?
অতপর নিজের মনের খটকা দূর করার জন্য (নাউযুবিল্লাহ) ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলে খেলি,,,
গেমটি ছিল গাড়ি গেম
অনেক দিন হয়ে গেছে ঘটনাটি
এটা কি কুফুরি হবে...?
এর পরে আমি আমার স্ত্রী তালাকও দিয়েছিলাম...
এর হুকুম সম্পর্কে জানতে চায়...