মুফতি ওলি উল্লাহ হুজুরের কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর।আপনার কাছে আগেও প্রশ্ন করেছিলাম তাই আবার করলাম। দয়া করে প্রশ্নের উত্তর গুলো দিয়ে সাহায্য করবেন৷ আল্লাহ আপনার ভালো করবেন।দয়া করে আমার প্রশ্নের উত্তর গুলো দিবেন। বিরক্ত হবেন না।
১।
কেউ যদি অন্য কারনে "হ্যাঁ" লিখতে গিয়ে মনে মনে ভেবে ফেলে "হ্যাঁ" বলে তালাকের প্রশ্নের উত্তর দিয়েছে, অর্থাত সে তালাক দিয়েছে কিনা?? এই প্রশ্নের উত্তর ভেবে ফেলে মনে মনে হ্যাঁ লিখাটাকে৷ কিন্তু অন্য কারনেই হ্যাঁ লিখছিল।হ্যাঁ লিখার আগে মনে প্রশ্ন আসেনি বা ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ লিখছিল না। এখন মনে করতে পারছে না হ্যাঁ লিখার পরে মনে প্রশ্ন এসেছিল নাকি হ্যাঁ লিখার সময়। সে যদি মনে মনে ভেবে ফেলে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ লিখেছিল তাহলে কি পতিত হবে??সে ইচ্ছা করে ভাবতে চায়নি, হ্যাঁ লিখাটা মনে মনে ভাবার সময়ই প্রশ্নটা মনে চলে আসছিল।
২। যদি তালাকের চিন্তা মাথায় আসতে থাকে, আর এমন কোন ঘটনা ঘটে যেটা নিয়ে সে সন্দেহ করে, এবং পরে সেই ঘটনা নিজেই ভুলে যায় কি ঘটেছিল সঠিক মনে না করতে পারে, তাহলে করনীয় কি? তাহলে কি সঠিক মনে না করতে পারলেও পতিত হবে?? নাকি ভুলে গেলে সেই ঘটনার কারণে কোন সমস্যা হবে না??
৩। মনে মনে আসা কোন ওয়াসওয়াসার উত্তর যদি মুখে দিয়ে দেয় তাহলে কি তা কার্যকর হয়ে যাবে?? মনে কোন প্রশ্ন আসলো সে কখনো তালাক দিয়েছে কিনা?? এই কথা টা মনে মনেই বলেছে। কিন্তু এই কথা মনে আসার পর যদি কেউ মুখে "হ্যাঁ" বলে উত্তর দিয়ে দিতো তাহলে কি তা পতিত হয়ে যাবে???
৪।প্রশ্ন করতে গিয়ে "তালাকের অধিকার পেয়েছে,,,,, এই কথা লিখার সময় "তালাকের" এই শব্দটা লিখতে গিয়ে যদি মনে মনে নিজেকে ভেবে ফেলে কিন্তু কোন ইচ্ছাই ছিল না, মনে মনে ওয়াসওয়াসা এসেছিল শুধু যে এইটা নিজেকে বলেছে কিনা। ওয়াসওয়াসার জন্য যদি নিজের উপর নেওয়ার কথা ভেবে ফেলে মনে মনে কিন্তু মুখে কিছু বলেনি। নিজেকে ভেবে ফেললে কি শুধু তালাকের বলার মাধ্যমে ****** পতিত হবে?