আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
201 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
ami facebook a marketplace a biggapon deki j 35 taka diye add hote hoi ar tara kaj dibe tarpor khota bole add hoi ar 35 taka dei . kintu add hoye deki j kaj ta hosse ami jodi ak jon member 35 taka diye add kore admin amake 25 taka dibe ar admin 10 taka reke dibe . ullekko je ami j biggapon dekse sekhane bola hoise kaj hosse member add kora tahole taka pabo .jara taka diye add hobe tarao jane member add korar kaj . akane to haram kisu dektese na. akane to kaj kore taka pabo.akane 2 dap 3 dap 4dap porjonto komison o nei ami joto member add korbo toto taka pabo tahole ki ata halal na haram

1 Answer

0 votes
by (559,410 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


কুরআনুল কারীমে ইরশাদ হয়েছেঃ

لا تاكلوا اموالكم بينكم بالباطل

 এর ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেছেন, أن يأكله بغير عوض (শর্তযুক্ত আকদে) বিনিময়হীন উপার্জনই হল বাতিল পন্থার উপার্জন। (আহকামুল কুরআন, জাসসাস ২/১৭২)

হযরত হাসান বসরীসহ অন্যান্য অনেক তাফসীরবিদও আয়াতটির একই ধরনের তাফসীর করেছেন (দ্রষ্টব্য: রূহুল মাআনী ২/৭০, ৫/১৫; তাফসীরুল মানার ৫/৪০)
.
হাদীস শরীফে এসেছেঃ  

شعب الإيمان (2/ 434):
" عَنْ سَعِيدِ بْنِ عُمَيْرٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: " عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ، وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ ".
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ নিজের হাতের কামাইকে উত্তম কামাই বলে আখ্যায়িত করেছেন।      

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

আরো জানুনঃ

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখিত গ্রুপে কোনো মহিলার এড দেখার বিষয় না থাকে,বাদ্য-বাজনা জাতীয় কিছু না থাকে,মোট কথা শরীয়াহ বিরোধী কিছু না থাকে,তাহলে এভাবে নিজে কাউকে এড করে সেটি থেকে লাভ নেওয়া জায়েজ হবে।
এখানে যেহেতু রেফারের রেফার ইনকাম নেই,শুধু আপনি যাকে এড শুধু সেই কমিশনই পাবেন,অন্য কেউ কাউকে এড করলে আপনি তা থেকে কোনো কমিশনই পাবেননা,সুতরাং আপনার ইনকাম জায়েজ।
তবে এক্ষেত্রে আপনি যাকে এড করে ২৫ টাকা লাভ নিলেন,এখানে এডমিন নিবে ১০ টাকা।
যেখানে এডমিন কোনো কাজ ছাড়াই উক্ত টাকা পেয়ে যাবে।
যেটকে শরীয়াহ বৈধতা দেয়না।
সুতরাং এক্ষেত্রে আপনার ইনকাম কাজের মাধ্যমে হলে এডমিন আপনার কাজ থেকে ইনকাম পাচ্ছে,যেটি তার শ্রম ছাড়া ইনকাম।
সুতরাং এক্ষেত্রে আপনার ইনকাম বৈধ হলেও এডমিন যে ১০ টাকা করে নিচ্ছে,আর সেই ১০ টাকা নেওয়া যে তার জন্য নাজায়েজ হচ্ছে,সুতরাং সেই নাজায়েজ কাজে আপনার সহযোগিতা থাকার কারনে উক্ত পদ্ধতিতে উপার্জন শরীয়ত সমর্থন করবেনা।
বিধায় কোনো হালাল পন্থায় উপার্জন করুন।
নাজায়েজ কাজে সহযোগিতার কারনে আপনার এ কাজও নাজায়েজ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
hujur akane ami add korse na akane ami claint ane dissi member add admin korbe ar ami claint ke admin ar bikash no dibo tara sekhane taka patabe .ar ami joto jon ke add korse tar hisab admin korbe ar ratre 9 tai picture a code bosanur kaj dibe ta submit korle amer bikash a admin 9 tai taka patabe .sob kisu admin porisalona korse hisab korse.sorry hujur ami ai informetion age jantam na.akon jodi bolten ta halal hobe na haramakane admin ar kase taka asbe admin member add korbe

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 89 views
0 votes
1 answer 177 views
...