জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
কুরআনুল কারীমে ইরশাদ হয়েছেঃ
لا تاكلوا اموالكم بينكم بالباطل
এর ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেছেন, أن يأكله بغير عوض (শর্তযুক্ত আকদে) বিনিময়হীন উপার্জনই হল বাতিল পন্থার উপার্জন। (আহকামুল কুরআন, জাসসাস ২/১৭২)
হযরত হাসান বসরীসহ অন্যান্য অনেক তাফসীরবিদও আয়াতটির একই ধরনের তাফসীর করেছেন (দ্রষ্টব্য: রূহুল মাআনী ২/৭০, ৫/১৫; তাফসীরুল মানার ৫/৪০)
.
হাদীস শরীফে এসেছেঃ
شعب الإيمان (2/ 434):
" عَنْ سَعِيدِ بْنِ عُمَيْرٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: " عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ، وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ ".
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ নিজের হাতের কামাইকে উত্তম কামাই বলে আখ্যায়িত করেছেন।
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত গ্রুপে কোনো মহিলার এড দেখার বিষয় না থাকে,বাদ্য-বাজনা জাতীয় কিছু না থাকে,মোট কথা শরীয়াহ বিরোধী কিছু না থাকে,তাহলে এভাবে নিজে কাউকে এড করে সেটি থেকে লাভ নেওয়া জায়েজ হবে।
এখানে যেহেতু রেফারের রেফার ইনকাম নেই,শুধু আপনি যাকে এড শুধু সেই কমিশনই পাবেন,অন্য কেউ কাউকে এড করলে আপনি তা থেকে কোনো কমিশনই পাবেননা,সুতরাং আপনার ইনকাম জায়েজ।
,
তবে এক্ষেত্রে আপনি যাকে এড করে ২৫ টাকা লাভ নিলেন,এখানে এডমিন নিবে ১০ টাকা।
যেখানে এডমিন কোনো কাজ ছাড়াই উক্ত টাকা পেয়ে যাবে।
যেটকে শরীয়াহ বৈধতা দেয়না।
সুতরাং এক্ষেত্রে আপনার ইনকাম কাজের মাধ্যমে হলে এডমিন আপনার কাজ থেকে ইনকাম পাচ্ছে,যেটি তার শ্রম ছাড়া ইনকাম।
সুতরাং এক্ষেত্রে আপনার ইনকাম বৈধ হলেও এডমিন যে ১০ টাকা করে নিচ্ছে,আর সেই ১০ টাকা নেওয়া যে তার জন্য নাজায়েজ হচ্ছে,সুতরাং সেই নাজায়েজ কাজে আপনার সহযোগিতা থাকার কারনে উক্ত পদ্ধতিতে উপার্জন শরীয়ত সমর্থন করবেনা।
বিধায় কোনো হালাল পন্থায় উপার্জন করুন।
নাজায়েজ কাজে সহযোগিতার কারনে আপনার এ কাজও নাজায়েজ হবে।