আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
199 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
সালাম। আমি হিসাব করে দেখেছি, আমার হাতে টাকা আসা শুরু হওয়ার পর ২২ ফেব্রুয়ারিতে এসে নিসাব পরিমাণ সম্পদের এক বছর পূর্ণ হয়। অর্থাৎ, প্রতি বছর ২২ ফেব্রুয়ারি আমাকে যাকাত দিতে হবে ইনশাআল্লাহ। কিন্তু রমযান মাসে যেভাবে 'এই বছরের যাকাতের সর্বনিম্ন পরিমাণ' টাইপের লেখা সামনে আসে এখন সেরকম কিছু পাচ্ছি না। যাকাত কি শুধু রমযানেই দিতে হয় এরকম কিছু? যদি তা না হয়ে থাকে তাহলে বর্তমানে যাকাতের সর্বনিম্ন পরিমাণ কেমন বা, স্বর্ণের বা রূপার ভরি কত এগুলো কীভাবে খুঁজে পাবো? নাকি রমযান পর্যন্ত অপেক্ষা করবো? আমার কাছে বর্তমানে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা আর ৪.৪ ভরি স্বর্ণের গহনা আছে আলহামদুলিল্লাহ। আমার কত টাকা যাকাত আসবে বলে দিলে খুব উপকৃত হব।

আরেকটা বিষয়, আমি একজনের কাছে ৫০ হাজার টাকা পাই। কিন্তু সে বারবারই এই মাসে দিবো, পরের মাসে দিবো করে টাকাটা দিচ্ছে না। তাদের ঋণের কথা জেনে আমিও চাপ দিচ্ছি না। ওই টাকার ওপর কি আমাকে যাকাত দিতে হবে? গতবারও টাকা ফেরত দিয়ে দিবে এই আশায় ওই টাকার ওপর যাকাত দিয়েছিলাম। এখনও তা পাইনি। কবে পাবো সেটাও নিশ্চিত না।
আমার মায়ের দুই ভাই, দুই বোন। কন্যা তিনজন। স্বামী জীবিত। নানাভাইও জীবিত। মামা, খালাদের ঘরেও সন্তান-সন্ততি আছে। এক মামার ঘরে তিনমেয়ে আরেক মামার ঘরে ২ মেয়ে আর খালারা নিঃসন্তান। মামা, খালার, চাচা, ফুপুর সন্তান-সন্ততিরাও কি সম্পদের অংশ পাবে? মোট সম্পদ কত ভাগে ভাগ করতে হবে এবং কে কত অংশ পাবে এই হিসাবটা আর হিসাবের নিয়মটা বলে দিলে ভালো হতো। তাহলে হয়তো এরপর থেকে নিজেই করতে পারতাম।

1 Answer

0 votes
by (606,150 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যাকাত শুধুমাত্র মালে নামী তথা ক্রমবর্ধমান মালের উপর ওয়াজিব হয়।
মালে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়তে থাকে,সেগুলো সর্বমোট চার প্রকার,(১)সোনা(২)রুপা(৩)ব্যবসার মাল(৪)গবাদি পশু
এগোলো কে যেহেতু শরীয়ত বাড়ন্ত মাল বলে আখ্যা দিয়েছে,সুতরাং এগুলো বাড়ন্ত মাল।বাস্তবে সবগুলো বাড়ুক বা নাই বাড়ুক।

মালে গায়রে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়ে না।উপরোক্ত মাল ব্যতীত সবগুলোই অবাড়ন্ত।যেমন-স্থাবর সম্পত্তি এবং নিজ প্রয়োজনে ক্ররিদকৃত গাড়ী আসবাবপত্র ইত্যাদি।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/864
যাকাত সম্পর্কে আরো জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434

যাকাতের নেসাব-
৭.৫ তুলা স্বর্ণ অথবা ৫২ভড়ি রূপা বা তার সমমূল্যের টাকার মালিকের উপর ২.৫%করে যাকাত দেওয়া ফরয।

★যাকাতের খাত
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০) বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/699

عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»
হযরত আয়েশা রা থেকে বর্ণিতঃনবী কারীম সাঃ বলেনঃ-সম্পত্তিতে কোনো যাকাত নেই যতক্ষণ না এক বৎসর পূর্ণ হবে।(সুনানে ইবনে মাজা-১৭৯২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/29371

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি বৎসর পূর্ণ হলেই যাকাত দিবেন।সুতরাং ২২ ফেব্রুয়ারি তে আপনার বৎসর পূর্ণ হলে,আপনি তখনই যাকাত দিবেন। হ্যা, আপনি আগামি রমজানেও যাকাত দিতে পারবেন।তখন কিন্তু আপনাকে একবৎসরের যাকাত এবং আগামি আরো কয়েক মাসের যাকাত দিতে হবে। এবং পরবর্তী সময়ে শুধুমাত্র রমজান থেকে রমজান পর্যন্ত যাকাত দিলেই হবে। রমজানে যাকাত দেওয়া উত্তম ও মুস্তাহাব।

আপনাকে নিজে নিজে হিসাব বের করতে হলে আপনি সিরাজি কিতাবখানা ক্রয় করে নিবেন।বাংলাতে লিখিত রয়েছে।নতুবা আপনি পূর্ণ ওয়ারিছদের তালিকা দিবেন।আমরা হিসেব করে আপনাকে জানাবো।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,150 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...