আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
210 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
গত বছর থেকে আমি স্বপ্ন, খারাপ চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকি। কারণ, খারাপ স্বপ্নগুলো বাস্তব হয়। যদি ও আমি স্বপ্নগুলো কাউকে জানায়না এবং আমি চাইনা তবু ও জানিনা সেগুলো বাস্তব হয়। ঠিক তদরুপ আমার খারাপ চিন্তা ও বাস্তবে পরিণত হয় যেমন হঠাৎ করে আমার মন থেকে আসলো আমি কেন পরীক্ষায় ফেল করিনা দেখা গেছে আমি সত্যিই এরপর পরীক্ষায় যে কোন একটা বিষয়ে ফেল করছি। আবার কেউ বলল তার ফ্রেন্ড অসুস্থ এর একসপ্তাহ কিংবা তার কিছুদিন পরে আমার ফ্রেন্ড ও অসুস্থ।
অনেকসময় আগাম ভবিষ্যৎ সম্পর্কে জানি তাও শুধু খারাপটা। আবার মনে যা ভেবে রাখি তা হয়না। ২০১৯ সাল থেকে এরকম শুরু হয়েছে ব্যাপারগুলো তেমন গুরুত্ব দিইনি কিন্তু দিনকে দিন ব্যাপারগুলো তীব্র আর অসহ্যকর হয়ে উঠছে। নামায পড়তে গেলে দুনিয়ার চিন্তা আসে ফলে দ্রুত নামায শেষ করি। অযু করতে গেলে ও ঠিক একই। আগে এসব কিছুই এমন ছিল না।

এমনকি ইনশাল্লাহ বলা হলে তার উল্টো হয়। আল্লাহর শোকর আদায় করলে উন্নতি হয়না বরং অবনতি হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বাক্যটা ব্যবহার করতে পারিনা। কারণ হয় ঐদিন আর নয়ত তারপরদিন আমার মাথা ব্যথা থাকবে, শরীর ব্যথা থাকবে, আর নয়ত মন খারাপ থাকবে। একটা না একটা থাকে। আমি জানিনা, কি কারণে এসব হচ্ছে।

1 Answer

0 votes
by (559,290 points)
বিসমিল্লাহির রহমানির রহিম
জবাবঃ-


ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ".

আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নেককার লোকের ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
(বুখারী শরীফ ৬৫১২)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ ".

আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
(৬৫১৩)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا، وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ ".

আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। তাই সে যেন এর উপর আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চায়। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি সাধন করবে না।
(বুখারী শরীফ ৬৫১৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
খারাপ স্বপ্ন গুলো সবই বাস্তব হয়,এটি ঠিক নয়।
আপনার অন্তরে মন্দ চিন্তা আসলে সেটি বাস্তব হয়,এটি আপনার নিছক ধারণা মাত্র।
নতুবা কোনো কিছু হওয়া সম্পর্কে আগাম কিছু ধারণার ভিত্তিতে আপনার মনে এমন কিছু আসে,যার ভিত্তিতে আপনি ধরে নেন,আর সেই মতেই স্বপ্নও দেখেন,আবা সেটি বাস্তবেও হয়।
এমনটি হতে পারে।   
এর বিপরিত হবেনা।
তথা আপনি কোনো পুর্বাভাস পাওয়া ছাড়াই,কোনো কারণ ছাড়াই এমনিতেই নিজের মন থেকে একটি কথা বললেন, আর সেটিই বাস্তবে হবে,এমনটি হবেনা।
কেননা গায়েব শুধুমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কেহই জানেননা।   

আল্লাহ তা'আলা বলেন,

إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।(সূরা লুকমান-৩৪)


অত্র আয়াতে পঞ্চ ইন্দ্রীয় ব্যতীত নিশ্চিতরূপে গাইবের সংবাদ সম্পর্কে বলা হয়েছে যে,তা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না।গাইব শুধুমাত্র আল্লাহ-ই জানেন। আল্লাহ ব্যতীত অন্য কেউ গাইবের সংবাদ জানে না।


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অতিরিক্ত দুশ্চিন্তার ফলে আপনার সাথে এমনটি ঘটছে।
আপনি দুশ্চিন্তা পরিহার করে চলুন,এহেন চিন্তা মাথায় আসতেই দিবেননা,আসলেই সাথে সাথে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন।  নেককার লোকদের সাথে বেশি বেশি উঠাবসা করুন।
তাকদীরের উপর বেশি বিশ্বাস রাখুন,যিকির কুরআন তিলাওয়াত নিয়মিত করুন।
ঘুমানোর সময় পবিত্র শরীরে ঘুমানোর সুন্নাত দোয়া ইত্যাদি পড়ে ঘুমাবেন। 
ইনশাআল্লাহ কোনো সমস্যা হবেনা।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...