আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
শায়েখ সকাল ৭-৮ টার মাঝে দেখা একটা স্বপ্ন তুলে ধরছি:
এক মসজিদে আমি আর আমার ভাই নামাজের জন্য গেলাম। মনে হয় জুম্মার নামাজ। কিন্তু সেখানে কাতার ঠিক করা নিয়ে চাপাচাপির কারণে একটা গন্ডগোল বেধে গেল। যার ফলে ফরজ নামাজই হয়ত যে যার মত পারলো পড়ে নিল। রমনকি ইমামও। কিন্তু আমি পড়তে পারিনি। পরে বাইরে অনেক বড় খালি জায়গা ছিল সেখানে বের হলাম নামাজটা পড়ে নিতে কিন্তু সেখান্র একজন কে (হয়ত বন্ধু) কে বলছি নামাজ পড়ে একজায়গায় খেলতে যাব। কিন্তু পুরো মাঠে কোথাও নামাজ পড়ার সুযোগ পেলাম না। একজায়গায় জায়নামাজ বিছাতে যাব সেখানে দেখি মাটি ফাঁকা হয়ে আছে আমি কবর মনে করে ভয় পেয়ে গেলাম বললাম কবরের উপরে নামাজ পড়ে কিভাবে পড়ে অন্যরা বলল সেখানে দুইটা গাছ নাকি নিজেদের মধ্যে সংঘাতে মরে ভেংগে আছে কোন কবর না। তারপর মাঠের অন্য স্থানে দেখি অনেক মানুষ নামাজ না পড়তে পারার কারণে লাইনে দাঁড়িয়ে কিন্তু আমি যে স্থান পেলাম সেটা প্রায় খালি হলেও অনেক জোড়ে গান বাজছিল। যাতে আমি মনে মনে ভাবছি এজন্যই আল্লাহ এসব শুনতে বারণ করেন কেননা নামাজের সময় পূর্ণ মনোযোগ আনা যায় না। কথা ন্তু সেখানেও নামাজ আদায় করতে পারলাম না। পরে একটা খালি ঘরে নামাজ পড়তে গেলাম যেখানে আমার খালা আমার ভাই ও আমার এক মামা উপস্থিত। আমি আশে পাশে মানুষ থাকায় বিচলিত হয়ে ২রাকাত নামাজের ১ম রাকাত এ অনেক ভুল করলাম যেমনঃ রূকুর পরে না দাড়ানো, দুই পা গুণ আকারে বসে যাওয়া। এতে আমার খালা মামারা অবাক হচ্ছিপ এবং আমি ভালোভাবে নামাজ আদায় করতে জানিনা ভুল করছি এমন মন্তব্য করছিল। যার ফলে আমি ২য় রাকাত খুব সুন্দর করে আদায় করি। কিন্তু নামাজের মধ্যেই ভাব উদয় হল এটা রিয়া হতে পারে তাই ভাবলাম নামাজ শেষ এ কালিমা পড়ে নেব কেননা রিয়া এক প্রকার শিরক। এই নামাজ চলার সময়ই আমার আরেক মামা পরিকল্পনা করছিল অই স্থান থেকে অন্য কোথায় বেড়াতে যাওয়া যায় কিন্তু আমার ইচ্ছা ছিল নতুন একস্থানে খেলতে যাওয়া।
এই স্বপ্ন কি নিছক কল্পনা? কোন ভয়ংকর অবস্থা প্রকাশ করছে কি?