بسم الله الرحمن الرحيم
জবাব,
এ সংক্রান্ত
উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। কিছু উলামায়ে কেরামগন পুরোপুরি নাজায়েজ বলেছেন। তারা বলেছেন যে নিউ ইয়ার উপলক্ষে
যেকোনো দাওয়াত,অফার গ্রহন
নাজায়েজ।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:: ” الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
হযরত আব্দুল্লাহ
বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, ব্যক্তি [কিয়ামতের দিন] তার সাতে থাকবে
যাকে সে মোহাব্বত করে। {মুসনাদে
আহমাদ, হাদীস নং-৩৭১৮, বুখারী, হাদীস নং-৬১৬৮, ৫৮১৬}
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ
مِنْهُمْ
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-
যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}
আর কিছু উলামায়ে কেরামগন বলেছেন যে এটা যেহেতু কোনো অমুসলিম
দের ধর্মীয় অনুষ্ঠান নয়,বরং ইসলাম
বিরোধী একটি নাজায়েজ উৎসব। তাই এ উৎসব পালন যদিও নাজায়েজ, তবে সে উপলক্ষে কোম্পানির কোনো অফার গ্রহন
নাজায়েজ নয়।
কারনে এতে অমুসলিমদের ধর্মীয় কোনো উৎসবে অংশ নেওয়া হচ্ছেনা।
পূর্বের একটি ফতোয়াতে বলা হয়েছে যে
অমুসলিম রাষ্ট্রে অবস্থানরত মুসলিম নাগরিকদের জন্য অনৈসলামিক
উৎসব উপলক্ষ্যে সেই রাষ্টের ভাতা গ্রহণ করা যদিও জায়েয হবে।তবে গ্রহণ না করাই তাকওয়ার
দাবী।
আরো বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/1382/?show=1393#a1393
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মৌলিকভাবে ডিস্কাউন্ট
গ্রহণ করা জায়েয আছে। কারণ, এটি সেই প্লাটফর্মের পক্ষ থেকে হাদিয়া হিসেবে বিবেচিত
হবে। তবে নতুন বর্ষ বা নিউ ইয়ার পালন করা এটি অমুসলিমদের কর্মসূচির মধ্যে থেকে একটি
। বিধায় সতর্কতামূলক এমন দিবস কে কেন্দ্র করে যেই কোনো অফার গ্রহন না করাই শ্রেয়।