ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বিতিরের সালাতের কাযা আদায় করা ওয়াজিব। কাযা আদায় না করলে গোনাহ হবে কি না? এ সম্পর্কে মতপার্থক্য রয়েছে।তবে বিশুদ্ধ মত হল, গোনাহ হবে না।
(২)
গরম খাবার স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। গরম খাবার না খাওয়াই ভালো ও উত্তম। তবে গরম খাবার খাওয়ার জন্য কোনো গোনাহ হবে না।
(৩)
নিরাপদ হোক বা নাই হোক, মাহরাম ছাড়া কোথাও যাওয়া যাবে না।
(৪)
আপনি যা মনে করেছেন, সেটাই সঠিক ও বাস্তব সম্মত। এটা আত্মসম্মানের আঘাত লাগার বিষয়।
(৫)
এ সম্পর্কে বলাটা এত সহজ নয়। তাদের যেভাবে অনেকদিন লেগেছে মাংস তৈরী করতে, ঠিক আমাদেরও অনেকদিন লাগবে এর হুকুম কুরআন হাদীস থেকে বের করতে।