আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in সালাত(Prayer) by (23 points)
১.মাদ্রাসা বা মসজিদে জামাত ছুটে গেলে বা জামাতের সময় পার হয়ে গেলে কি বাড়িতে একাকি ফরজ নামাজ আদায় করা যাবে এবং এক্ষেত্রে  কি একামত দিয়ে নামাজ পড়তে হবে?
২.সাধারণ অবস্থাই কি গোসল না করে নামাজ পড়া যাবে?

যদি জাই তাহলে কতদিন পরযন্ত যাবে? বা কতদিন পর গোসল করা উচিত?
৩,বিতর নামাজ সুন্নত নাকি ওয়াজিব?
৪.বিতরের নামাজ কাজা হয়ে গেলে দিনের বেলায় জোড়া জোড়া করে পড়ার নিয়ম টা কি? এবং এর নিয়ত টা কেমন হবে?

1 Answer

0 votes
by (574,050 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাদিস শরীফে এসেছেঃ

عن أبي بکرۃ رضي اللّٰہ عنہ أن رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم أقبل من نواحي المدینۃ یرید الصلاۃ، فوجد الناس قد صلوا، فمال إلی منزلہ فجمع أہلہ فصلی بہم۔ (رواہ الطبراني في الأوسط ۳؍۲۸۴ رقم: ۴۶۰۱، مجمع الزوائد ۲؍۴۵ 
کذا في إعلاء السنن ۴؍۲۶۶ بیروت)

যার সারমর্ম হলো  রাসুল সাঃ একবার মসজিদে এসে দেখলেন যে জামাত হয়ে গেছে,তখন তিনি বাড়িতে চলে গেলেন,তারপর নিজের পরিবার নিয়ে ঘরেই জামাত করে নামাজ আদায় করলেন।

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ঘরে নামাজ আদায় করা যাবে।
একাকী আদায় করা যাবে,তবে ঘরের মাহরামদের নিয়ে জামাত করাই উত্তম    

★★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
শরীয়তের বিধান হলো, জামাআতের সাথে নামাজ আদায় কারীর জন্যে ইকামত দেওয়া সুন্নাত।
একাকী নামাজ আদায় কারীর জন্য ইকামত দেওয়া মুস্তাহাব।
,
★যদি একাকী নামাজ আদায় কারী ইকামত না দেয়,তাহলে মাকরুহ হবেনা।
নামাজের কোনো সমস্যা হবেনা।   
,
জামায়াতের সহিত নামাজ যদি ইকামত ছাড়া হয়,তাহলে মাকরুহ হবে,সুন্নাতের খেলাফ হবে। 
,

উকবা ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে,

يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةِ الْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلاَةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلاَةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ

তোমার রব সে ব্যক্তির উপর খুশি হন, যে পাহাড়ের উচ্চশৃঙ্গে বকরী চরায় এবং নামাযের জন্য আযান দেয় ও নামায আদায় করে। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাকে দেখ! নামাযের জন্য সে আযান ও ইকামত দিচ্ছে। সে আমাকে ভয় করছে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ও জান্নাতে প্রবেশ করালাম। (আবু দাউদ ১২০৩)

বিস্তারিত জানুনঃ- 

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে  ছুরতে ঘরে নামাজ আদায় করা যাবে।
একাকী আদায় করা যাবে,তবে ঘরের মাহরামদের নিয়ে জামাত করাই উত্তম। 
এসময় ইকামত দেওয়া জরূরী নয়,তবে মুস্তাহাব।
ইকামত দিলে ছওয়াব হবে,নতুবা ইকামত দেওয়ার ছওয়াব হবেনা। 

(০২)
হ্যাঁ, শরীর পাক থাকলে অযু করে নামাজ আদায় করতে হবে। 

(★উল্লেখ থাকে যে সাধারণ গোসল যেটি আমরা প্রতিদিন গোসল ফরজ না হওয়া সত্ত্বেও করে থাকি,এটি শরীয়িতের দৃষ্টিকোণ থেকে ফরজ,ওয়াজিব,সুন্নাত,মুস্তাহাব কিছুই নয়।
এটি সাধারণত আমাদের উপমহাদেশের মানুষেরা করে থাকে।
আরবে এমনটি তেমন নেই। 
রাসুলুল্লাহ সাঃ এর যুগে গোসল ফরজ হওয়া ব্যাতিত এমন প্রত্যাহ গোসল খুজে পাওয়া যায়না।

সুতরাং এটি আবশ্যকীয় কোনো বিষয় নয়।)       

(০৩)
হানাফি মাযহাব মতে বিতর নামাজ ওয়াজিব।

তবে কিছু স্কলারগন মতবিরোধ পেশ করেছেন।
সুতরাং তাদের মতানুসারীগন সেই মত অনুযায়ী আমল করতে পারেন।      

(০৪)
এর কাজা আদায়ের সময়েও তিন রাকাতের কাজা আদায় করতে হবে।
নিয়তঃ
মনে মনে গতকালের ছুটে যাওয়া বিতর নামাজের কাজা আদায়ের সংকল্প করবে। 
মুখে বললেও হবে,তবে তাহা জরুরি নয়   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 131 views
...