আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়াবারকাতুহ। আমার আব্বু আমাদের পরিবারের সবাইকে বিদেশে নিয়ে যেতে চলেছেন।প্রসেস চলছে সেখানে যাবার।এখন আব্বু চাচ্ছেন আমি এই দেশ থেকে ড্রাইভিং শিখে গেলে ওই দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সহজ হবে। আমার নতুন স্কিল অর্জনে আপত্তি নাই,তবে একজন পুরুষ যিনি আমার ননমাহরাম,আমার পাশে হবে আমায় ড্রাইভিং শিখাবে, এটা আমি মেনে নিতে পারছি না।তাই আমি এক্ষেত্রে ইসলামের বিধান জানতে চাই? এই পরিস্থিতি তে ইসলাম আমাকে কি হুকুম করবে? যদি কোনো মেয়ে শিক্ষিকা না পাই,আমি কি পুরুষের সাহায্য এ ড্রাইভিং শিখবো? এটা কি জায়েজ হবে??