ওয়া আলাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
অামাদের পর্যালোচনা মুতাবেক বাংলাদেশের সকল প্রকার ব্যাংকের সুদী কারবার হয়।কোনো ব্যাংক প্রকাশ্যভাবে। আর কোনোটা অপ্রকাশ্যভাবে।
তাই বলা যায়,সবকটির হুকুম একিই।অর্থাৎ
ব্যাংকের সুদী সেক্টরে চাকুরী করা হারাম। এছাড়া অন্যান্য সেক্টর সমূহে উলামাগণ রুখসত দিয়ে থাকেন।তবে সর্বোপরি এ চাকুরী ছেড়ে দেয়াই উত্তম।তবে প্রকাশ্যে সুদী কারবারের ঘোষণার তুলনায়,অপ্রকাশ্যে সুদী কারবারে জড়িত ব্যাংকের চাকুরীর বিধান কিছুটা শীতিলযোগ্য।
ব্যাংকে চাকুরীর বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
398