শাইখ,
১|ইসলামে ফাতিয়া দেয়া কি বৈধ,মানে মুনাজাত দোয়া পড়ে ভাত মাংস ফাতিহা দেয়া বিষয়ে ইসলাম কি বলে?
২|আমার পরিচিত এক বাড়ীর পরিবারের কোন একলোক গত কয়েকদিন আগে স্বপ্নে দেখলো যে তাদের পরিবারের একজন লোক (যিনি মারা গিয়েছেন ২ বছর হয়)তাকে বলছে যে যেন ফাতেয়া দিতে,(যে বিষয়ে উপরে উল্লেখ করেছি)
মানে মৃত লোকটি স্বপ্নে তার পরিবারের লোককে বললো যে তার জন্য ফাতেয়া দিতে।
তাই তার পরিবারের লোকেরা আজ ফাতিয়া দিচ্ছে,যেমন তার জন্য দোয়া &ভাত মাংস ইত্যাদি, সুতরাং,,,,
১|আমি জানতে চাই যে এটা কতটা জায়েজ?
২|এই স্বপ্নের সঠিক ব্যাখা কি হতে পারে?