জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান মতে বিবাহের পূর্বে সাধারণত তালাক পতিত হয়না।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَنْبَأَنَا عَامِرٌ الْأَحْوَلُ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ جَمِيعًا عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَا طَلَاقَ فِيمَا لَا تَمْلِكُ
‘আমর ইবনু শু‘আইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তালাক দেয়ার অধিকার জন্মানোর আগে প্রদত্ত তালাক কার্যকর হয় না।
তিরমিযী ১১৮১, আবূ দাউদ ২১৯০, সহীহ, ইরওয়াহ ১৭৫১, ২০৬৯, সহীহ আবী দাউদ ১৯০০, ইবনে মাজাহ ২০৪৭ রাওদুন নাদীর ৫৭১, আত-তা'লীকু আলাত তানকীল ২/৬২।
★হ্যাঁ তবে বিবাহের পূর্বে বিবাহের দিকে ঈঙ্গিত করে শর্তযুক্ত তালাক দিলে সেই শর্ত পাওয়া গেলে বিবাহের পর তালাক হবে।
★★শরীয়তের বিধান অনুযায়ী শর্তাধীন তালাক সহীহ হওয়ার ক্ষেত্রে জরুরী হলো ঐ মহিলা সেই ছেলের বিবাহে থাকতে হবে অথবা শর্তযুক্ত বাক্যটি উক্ত মহিলার দিকে বিবাহের নিসবত করা হবে।
কেহ যদি বলে যে অমুক কাজ করলে আমার ভবিষ্যত স্ত্রী তালাক,তাহলে এখানে বিবাহের নিসবত স্পষ্ট আকারে না পাওয়া গেলেও অস্পষ্ট ভাবে তালাকের নিসবত পাওয়ার কারনে বিবাহ করা মাত্র এক তালাকে বায়েন পতিত হবে।
পরবর্তীতে আবারো তাকে বিবাহ করা যাবে,এক্ষেত্রে নতুনভাবে বিবাহ পড়িয়ে নিতে হবে।
,
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত মাসয়ালা সেই ব্যাক্তি যদি বিবাহের দিকে নিসবত করে শর্তযুক্ত তিন তালাকের কথা বলে বিবাহের আগে সেই কাজ করে ফেলে,তাহলে তাকে এই প্রশ্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।
নতুবা কোনো একজন মহিলাকে বিবাহ করে সে তালাক প্রাপ্তা হওয়ার পর অন্য আরেকজন মেয়েকে বিবাহ করবে।
আর যদি এভাবে বলে যে আমি যতবার বিবাহ করবো,ততবারই তিন তালাক,তাহলে অন্য আরেকজন মেয়েকে বিবাহ করলেও কাজ হবেনা।
প্রশ্নে উল্লেখিত পদ্ধতিই অবলম্বন করতে হবে।
নতুবা কোনো সুযোগ নেই।
হ্যাঁ যদি সেই তালাকের কোনো সংখ্যা উল্লেখ না করে,তাহলে এক্ষেত্রে বিবাহের পর যেহেতু শুধুমাত্র এক তালাক হবে,তাই একবার বিবাহের পর সেই মেয়েকে পুনরায় আবার বিবাহ করলেই হয়ে যাবে।
(০১)
তারা মেনে নিতে না চাইলে মেয়ে পক্ষকে আপনার অবস্থা ও মাসয়ালার কথা কোনো এক জন ব্যাক্তি বুঝাবে।
(০২)
এভাবে বিবাহ হয়ে যাওয়ার পর আবারো বিবাহ করলে এই ২য় বিবাহ তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহই নয়,এটি স্রেফ দেখানো মাত্র,তাই এর দরুন তালাক হবেনা।
,
(০৩)
হ্যাঁ এই পদ্ধতিতে বিবাহের পর স্বামী পরবর্তীতে পূর্ণ তিন তালাকের মালিক থাকবে।
সে তার স্ত্রীকে তালাক দিতে পারবে।
(০৪)
পরবর্তীতে স্বাভাবিক যদি বিবাহ করে,সেটি স্রেফ লোক দেখানোর বিবাহ।
এর মোহরানা,ওলিমা ইত্যাদির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই।