আমাদের হোস্টেলে সপ্তাহে কিছু দিনে মুরগী দেয়।
দেখা যায়,যে দোকান থেকে মুরগী কিনে আনে তারা
এতটা ইসলামিক না।মুরগী জবাই এর সময় যেহেতু আল্লাহর
নাম না নিলে জবাই সুদ্ধ হয়না,হারাম হয়ে যায়(ভুলে না
বললে জায়েয)তাই জিনিস টা জানা খুবই জরুরী।
তাদের কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা
জানায় যে তারা মনে মনে বলে।
এখন কথা হচ্ছে,তারা মনে মনে কিভাবে বলে জানিনা।
শুধু মনে মনে আল্লাহর নাম আছে(মুসলিম হিসেবে মনে
মনে আল্লাহর নাম সবারই থাকে) কিন্তু আল্লাহর নাম
জবাই এর সময় মনে এনে বলে জবাই করা এরকম কিনা
জানিনা।
অনেক গুলো মুরগী জবাই করতে হয়।তাই সব মুরগীর আগে
বলে কিনা সেটাও জানিনা।
কিংবা মুরগী জবাই এর সময় আল্লাহর নাম নিতে
হয়,আল্লাহর নামে উৎসর্গ করতে হয়,না হলে হারাম হয়ে
যায় এই তথ্য তারা জানে কিনা সেটাও জানিনা।
কিংবা,শুধু মুখে বলা পর্যন্তই কিন্তু উৎসর্গের নিয়্যাত
মনে থাকে কিনা,বা আদৌ জানে কিনা সেটাও
অজানা।
এখন কি এই মুরগী খাওয়া জায়েয হবে?
মুফতি ভাই দের কাছ হতে উত্তর আশা করছি।
বিঃদ্রঃ দোকানটি মুসলমান। কিন্তু ইসলামিক না।