আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
শায়েখ, আমি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি। সামনে কলেজে ভর্তি হতে হবে পরিবারের জন্য। আমার নিজের কোনো ইচ্ছে নেই এমন ফিতনাময় পরিবেশে দুনিয়াবি পড়ালেখা চালিয়ে যাওয়ার কিন্তু বুঝতেই পারছেন, পরিবারে আম্মু আব্বুর মুখের উপর এ বিষয়ে কথা বলার সুযোগ নেই। আমি পরিবারের একমাত্র মেয়ে।
এখন সামনে কলেজে ভর্তি হওয়ার জন্য দুইটা রাস্তা খোলা আছে।
১. একটা মহিলা কলেজ আছে শহরে, যেটাতে আম্মু আব্বু পড়তে দিতে চান না কোনো এক কারণে। কিন্তু ওটাতে পড়লে হয়তো হোস্টেলে থাকতে হবে, নয়তো গাড়ি করে যেতে হবে। ওটা আমাদের বাসা থেকে অনেক দূরে। ওখানের কাছাকাছি বাসা পাওয়ার এবং নেওয়ার সম্ভাবনা খুব কম। তাই গাড়িতে যাতায়াত করতে হবে। আমার গাড়িতে যাতায়াত করার অভ্যাস নেই একা। কিন্তু তাও আমি করতাম, যদি ফিতনার আশঙ্কা না থাকতো। কিন্তু শায়েখ, আপনি তো জানেনই শহরের রাস্তায় কি পরিমাণ ফিতনা। লোকাল বাস, টেম্পু এধরণের পাবলিক গাড়িগুলোতে গায়রে মাহরাম এর সাথে যাতায়াত করতে হয়। এটা আমার জন্য খুব জঘন্য একটা ব্যাপার। আর যে গাড়িতেই যাই না কেন, রাস্তায় তো গায়রে মাহরাম এর ভিড় থাকবেই। আর গাড়িতে যাতায়াত করতে করতে সালাতের সময় যদি কাযা হয়ে যায়! বিভিন্ন কোচিং এ যেতে বলবে হয়তো তারা। এতেও সালাত কাযা হওয়ার আশঙ্কা।
আমার সালাত ও পর্দাকে রিস্কে ফেলার একদমই ইচ্ছে নেই। আজ পরিবারের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কেউ এই দিকগুলো নিয়ে ভাববে না।
২. দ্বিতীয়ত, আমি থাকি গ্রাম টাইপের একটা মফস্বলে। আমার বাসার কাছে একটা কলেজ আছে। হেঁটে যেতে হয়। আর যেহেতু গ্রাম টাইপের এলাকা, তাই রাস্তায় গায়রে মাহরাম এর ভিড় নেই। অর্থাৎ রাস্তা একদম নিরিবিলি, সেইফ বলা যায়। আর এই কলেজে নামাজ, পর্দার ব্যবস্থাও আছে। শুধু সমস্যা হচ্ছে সহশিক্ষা। এটা মহিলা কলেজ না। সহশিক্ষা ছাড়া বাকি সবদিক দিয়ে ঠিক আছে। গাড়ি নিয়ে যাওয়ার ঝামেলা নেই। আর বাসা কাছে হওয়ায়, নামাজেও ইন শা আল্লাহ সমস্যা হওয়ার কথা না।
★এখন এই দুই কলেজ থেকে আমি কোনটা ভর্তি হওয়ার জন্য আবেদন করবো শায়েখ? আমাকে একটু পরামর্শ দিন। দুইটাতেই টিকে যাবো, কথা নেই। তবে এর মধ্যে একটাতে না টিকলে অন্যটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবো। এই দুইটার বাইরে যেতে চাই না। তবে আপনি যেটাতে ভর্তি হওয়ার পরামর্শ দিবেন, সেটার নাম আগে রাখবো ইন শা আল্লাহ।
টিকা না টিকা পরের ব্যাপার। তবে মহিলা কলেজ থাকা স্বত্বেও আমি যদি সালাত, পর্দার সেফটি ইত্যাদির জন্য এই সহশিক্ষার কলেজটাতে ভর্তি হই, আমার কি গুনাহ হবে?
★সহশিক্ষা হলেও ক্লাসরুমগুলো মোটামুটি বড় আছে। ছেলেমেয়ে ফাঁক ফাঁক। তাই চেষ্টা করবো ইন শা আল্লাহ ক্লাসের একদম কোণায় পেছনে করে বসতে, যেন সবসময় গায়রে মাহরাম থেকে দূরে থাকতে পারি। আর তাদের সাথে কথা বলা তো দূরের কথা।
শায়েখ, আমাকে পরামর্শ দিন, আমি কোন কলেজটাতে ভর্তি হবো এই দুইটার মধ্যে? আমি কি করবো বুঝতে পারছি না, পরিবারের জন্যই এসবের পিছনে দৌড়াতে হচ্ছে। অথচ এই অবস্থায় আমার এসব পড়াাশোনা ছেড়ে দেয়া উচিত আমি বুুঝতে পারছি। এই ফিতনার জামানায় নিজের ঈমান নিয়ে খুুব শঙ্কিত আমি। আমার জন্য একটু দুআ করবেন শায়েখ।
জাযাকুমুল্লাহ খইর।