ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/166 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
সুতরাং বিশেষ কোন দিন-তারিখ নির্ধারণ করে
"হৃদরোগ দিবস"
"ডায়াবেটিস দিবস"
"হিজাব দিবস"
"মা দিবস"
ও নববর্ষ
ইত্যাদিউপালন করা কখনো বৈধ হবে না।
যদিও কাজটি ভালো হোক এবং জনসচেতনতার স্বার্থে হোক না কেন।
কেননা এগুলো কাজ ভালো হলেও এতে অনেক খারাবী রয়েছে।
যেমনঃ- এই সমস্ত দিবসকে ঈদের স্থানে নিয়ে আসা,কাফিরদের অনুসরণ, নারী-পুরুষের অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি সহ মুসলিম সমাজে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ইত্যাদি নানান সমস্যা এতে রয়েছে।
তাই দিবস পালনকে শরীয়ত কখনো সমর্থন দিতে পারেনা।
তবে জনসচেতনতার স্বার্থে দিন-তারিখ ঠিক না করে অন্য কোনো প্রদেক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)কাউকে ''হ্যাপি নিউ ইয়ার'' বলা যাবে না।
(২)কেউ ''হ্যাপি নিউ ইয়ার'' বললে,কিছু না বলে এড়িয়ে চলা,বা এভাবে বলা যে,আল্লাহ নতুন বৎসরকে বরকতময় করুক।
(৩)নিউ ইয়ার উপলক্ষ্যে কোনো অনুষ্ঠানের অংশগ্রহণ করা যাবে না।
(৪)নিউ ইয়ার উপলক্ষ্যে কোনো অনুষ্ঠানের খাবার খাওয়া যাবে না।
মোটকথা দিবস পালন ইসলামে সিদ্ধ নয়।সুতরাং এত্থেকে বেচে থাকতে হবে।