জবাবঃ-
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
যে ব্যক্তি দ্বীনে ইসলাম নতুন কিছু অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে,যা মূলত ইসলামের ছিলনা,সেটা অগ্রহণযোগ্য।(সহীহ বুখারী-২৬৯৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ মারা যাওয়া পর উক্ত মৃত ব্যক্তির পরিবারবর্গ যে গোসল করতে পারবে না,এরকম কোনো হাদীস নেই,এটা মনগড়া কথা ও কুসংস্কার। হ্যা কেউ মারা যাবার পর তার পরিবারবর্গ যেহেতু দুঃখী থাকবে,মনমড়া থাকবে,সেজন্য তাদেরকে তিনদিন পর্যন্ত খানা খাওয়ানো প্রতিবেশীদের জন্য মুস্তাহাব।
আব্দুল্লাহ ইবনে জা'ফর রাযি থেকে বর্ণিত
عَنْ عَبْدِ اللَّهِ بْن ِجَعْفَرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ»
(মুতার যুদ্ধে জা'ফর ইবনে আবি তালিব মারা যাওয়ার পর)রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা জা'ফর রাযি এর পরিবারবর্গের জন্য খানার ব্যবস্থা করো,কেননা তাদেরকে দুঃখ ও চিন্তা ব্যস্ত করে রেখেছে।(সুনানু আবি দাউদ-৩১৩২)