আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমার আব্বুর আমরা চার সন্তান, দুই ভাই, দুই বোন, আমার বড় ভাই আব্বু এবং আম্মা জীবিত থাকা অবস্থায় পঁয়ত্রিশ বছর বয়সে মারা যান, এবং একজন কন্যা সন্তান রেখে যান, অর্থাৎ এখন আব্বুর সন্তান 3 জন. এবং বড় ভাইয়ের ঘরে একজন মেয়ে, তাহলে আমার বড় ভাইয়ের মেয়ের সম্পদ বন্টন টা কিভাবে হবে ?অর্থাৎ সে সম্পত্তির কত অংশ ভাগ পাবে ?
জাযাকুমুল্লাহু খাইরান