ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
এই সংক্ষিপ্ত পরিসরে রাসূলুল্লাহ সাঃ এর সকল সুন্নত উল্লেখ করা সম্ভব নয়।এমনকি কোনো একটি কিতাবেও উল্লেখ করা সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাঃ সুন্নাহ সম্ভলিত কিতাবাদি কওমী মাদরাসায় এক বৎসর অধ্যায়ন করেও শেষ করা যায় না।
وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصي الله
অর্থ- হযরত আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো আর যে আমার নাফরমানি করলো সত্যিকারে সে যেন আল্লাহরই নাফরমানি করলো৷
হযরত আবু হুরাইরা (রা:) থেকে আরো স্পষ্ট ভাবে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন –
قال رسول الله صلي الله عليه وسلم كل امة يدخلون الجنة الا من ابي قالوا من أبي يا رسول الله صلى الله عليه وسلم ؟ قال من اطاعني دخل الجنة ومن عصاني فقد ابي.
অর্থ: জনাবে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যে উম্মত অস্বীকার করলো সে ব্যতিত। হযরত সাহাবা কেরাম (রা:) প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল কারা অস্বীকার করল? এরপরে রাসুল বললেন -যে আমার সুন্নাতের অনুসরণ করল সে জান্নাতে যাবে। এবং যে সুন্নাতে অনুসরণ করলো না সে অস্বীকার করলো।
অারো এক হাদিস কোরআনের আয়াত থেকে নেওয়া হয়ছে!
و من يطع الرسول فقد اطاع الله و من تولي بعد ذلك فما ارسلناك عليهم حفيظا
অর্থ: যে ব্যক্তি রাসুলের অনুস্বরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো! এবং যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নিলো। তো আমি আল্লাহ রাসুল কে মানুষের নেগরান বানাইয়া পাঠাইনি যে যবরদস্তি করে তাদেরকে আমল করাবেন।
আপনি তা'লিমুস সুন্নাহ গ্রন্থখানি সংগ্রহ করে পড়ে নিবেন।