আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
475 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ


আমি রাসূল (ﷺ) এর মত করে আমার প্রতিদিন চলতে চাই । তাই রাসূল (ﷺ) কখন কি কি করতেন সেটি জানা খুব দরকার । তিনি ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো যাওয়ার (in general)  সকল সুন্নত,  সহীহ হাদিস এর রেফারেন্স সহ জানাবেন ইনশাআল্লাহ্ ।
আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুক ।

1 Answer

0 votes
by (606,510 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
এই সংক্ষিপ্ত পরিসরে রাসূলুল্লাহ সাঃ এর সকল সুন্নত উল্লেখ করা সম্ভব নয়।এমনকি কোনো একটি কিতাবেও উল্লেখ করা সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাঃ সুন্নাহ সম্ভলিত কিতাবাদি কওমী মাদরাসায় এক বৎসর অধ্যায়ন করেও শেষ করা যায় না। 

وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصي الله
অর্থ- হযরত আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো আর যে আমার নাফরমানি করলো সত্যিকারে সে যেন আল্লাহরই নাফরমানি করলো৷

হযরত আবু হুরাইরা (রা:) থেকে আরো স্পষ্ট ভাবে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন –
قال رسول الله صلي الله عليه وسلم كل امة يدخلون الجنة الا من ابي قالوا من أبي يا رسول الله صلى الله عليه وسلم ؟ قال من اطاعني دخل الجنة ومن عصاني فقد ابي.
অর্থ: জনাবে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত,  আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যে উম্মত অস্বীকার করলো সে ব্যতিত। হযরত সাহাবা কেরাম (রা:) প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল কারা অস্বীকার করল? এরপরে রাসুল বললেন -যে আমার সুন্নাতের অনুসরণ করল সে জান্নাতে যাবে। এবং যে সুন্নাতে অনুসরণ করলো না সে অস্বীকার করলো।
অারো এক হাদিস কোরআনের আয়াত থেকে নেওয়া হয়ছে!
و من يطع الرسول فقد اطاع الله و من تولي بعد ذلك فما ارسلناك عليهم حفيظا
অর্থ: যে ব্যক্তি রাসুলের অনুস্বরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো! এবং যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নিলো। তো আমি আল্লাহ রাসুল কে মানুষের নেগরান বানাইয়া পাঠাইনি যে যবরদস্তি করে তাদেরকে আমল করাবেন।

আপনি তা'লিমুস সুন্নাহ গ্রন্থখানি সংগ্রহ করে পড়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...