بسم الله الرحمن الرحيم
জবাব,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
لَا تَاۡکُلُوۡۤا
اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ
আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ
সম্পদ অন্যায়ভাবে খেয়ো না। (সুরা বাকারা ১৮৮)
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ
اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ
تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ
اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি
অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা
পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (সুরা নিসা
২৯)
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ أَبِىْ حُرَّةَ
الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا
تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ»
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা
হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম
করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়। (আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাত ২৯৪৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যৌথ মালিকানা সম্পত্তি যখন একের অধিক ব্যক্তি মিলেমিশে
ব্যবহার করে, ভোগ দখল করে,
তখন সেই সম্পত্তিকে এজমালি সম্পত্তি বলা হয়। এজমালি সম্পত্তি কখনো না
কখনো একক মালিকের মালিকানাধীন ছিল। আপনি এখন যে জমির মালিক, আপনার
মৃত্যুর পর আপনার সন্তান সন্তানির মাঝে যখন উক্ত সম্পত্তি বণ্টন করা হবে, তখন তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিজ নামে সম্পত্তি বণ্টন করে নিবে। এই
বণ্টন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত সম্পত্তিকে বলা হবে এজমালি সম্পত্তি
যা সকলের জন্য উন্মুক্ত । সুতরাং আপনার ইন্তেকালের পর আপনার পরিত্যক্ত সম্পদ বন্টন
করার পূর্বে তা এজমালি সম্পদ হিসেবে গন্য হবে।